এক্সপ্লোর
লখনউয়ে আন্তর্জাতিক যোগদিবসে মোদীর সঙ্গে যোগাসন করবেন রোজার উপবাসে থাকা অন্তত ৩০০ মুসলিম

লখনউ: এ বছর এখানকার রমাবাই অম্বেডকর ময়দানে প্রায় ৫৫ হাজার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাসন করবেন। তাঁদের মধ্যে থাকবেন রোজা পালন করা মুসলিমরাও। আরএসএস অনুমোদিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজন করেছে যোগাসন কর্মসূচির। সংগঠনের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড শাখার জাতীয় কো-কনভেনর মাহিরাজ ধ্বজ জানিয়েছেন, হাজারের বেশি মুসলিম আন্তর্জাতিক যোগদিবস পালনের ব্যাপারে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। অন্তত ৩০০ জন জানিয়েছেন, যোগাসন করবেন তাঁরা। এঁদের বেশিরভাগই যোগাসন করবেন রোজা পালনের মধ্যেই। ভোরের আগের খাওয়া 'শেহরি' সেরেই যোগাসন অনুষ্ঠানস্থলে চলে আসবেন। উপবাসের মধ্যেই যোগাসন করবেন বলে জানিয়েছেন শ্রীরামমন্দির নির্মাণ মুসলিম করসেবক মঞ্চের জাতীয় সভাপতি আজম খান। উদ্যোক্তাদের মুসলিমদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করতে আবেদন করবেন তাঁরা। রোজার মধ্যেই যোগাসন করবেন রাজ্যের ওয়াকফ ও হজ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মহসিন রাজাও। তিনি বলেছেন, যোগ ও রোজা, দুটিই স্বাস্থ্যের পক্ষে ভাল। চেষ্টা হচ্ছে মোদীর অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায় থেকে অন্তত এক হাজার প্রতিনিধির অংশগ্রহণ সুনিশ্চিত করার। জানিয়েছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের ভারপ্রাপ্ত রঈস খান। বিজেপির উত্তরপ্রদেশ শাখার সদস্য, যিনি অযোধ্যায় রামমন্দির নির্মাণে সামিল হতে চান এবং হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব কমিটিরও নেতা, সেই ইকবাল হায়দর বলেছেন, আমি উপবাসের পাশাপাশি যোগ দিবসেও থাকব। যোগ আর রোজা দুটি আলাদা বিষয়। এনিয়ে কোনও বিভ্রান্তির অবকাশই নেই। রোজাদারের যোগের অনুষ্ঠানে অংশগ্রহণে কোনও অসুবিধা বা বিধিনিষেধ থাকাও উচিত নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















