ইউটিউবে আত্মহত্যার ভিডিও দেখে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল ১২ বছরের কিশোরী, হাসপাতালে মৃত্যু
ইউটিউবে সুইসাইডের ভিডিয়ো দেখে আত্মহত্যা ১২ বছরের কিশোরীর!
নাগপুর: ইউটিউবে সুইসাইডের ভিডিয়ো দেখে আত্মহত্যা ১২ বছরের কিশোরীর! হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও বাঁচানো যায়নি শিখা রাঠোরকে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।
১২ বছরের শিখা সুযোগ পেলেই ইউটিউবে সুইসাইডের ভিডিয়ো দেখত। মা-কে সেকথা জানিয়েছিল একরত্তি ওই মেয়ে। তবে মা কর্ণপাতই করেননি। মেয়ে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে কল্পনাও করতে পারেননি তিনি। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার বিকেল চারটে নাগাদ ঘরের সিলিং ফ্যান থেকে দড়ি ঝুলিয়ে তাতে ঝুলে পড়ে শিখা। সেই দৃশ্য দেখে শিখার ছোট বোন মা-কে ডেকে নিয়ে আসে। কোনও দেরি না করেই শিখার পরিবার তাকে নিয়ে হাসপাতালে যায়। শুরু হয় চিকিৎসাও। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলতে চলতেই মৃত্যু হয় শিখার। তবে কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল শিখা, তা নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত ওয়াকিবহল মহল। এই ঘটনায় এখনও পর্যন্ত দূর্ঘটনাজনিত কারণে মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।