এক্সপ্লোর
Advertisement
ডুডলের মাধ্যমে মুন্সি প্রেমচাঁদকে শ্রদ্ধা গুগলের
নয়াদিল্লি: বিংশ শতাব্দীর জনপ্রিয় হিন্দি ঔপন্যাসিক মুন্সি প্রেমচাঁদকে অভিনবভাবে শ্রদ্ধা জানাল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল।
এদিন ছিল প্রয়াত সাহিত্যিকের ১৩৬ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এদিন গুগল তাদের হোমপেজের ডুডলে ফুটিয়ে তোলে প্রেমচাঁদকে।
গুগল জানিয়েছে, প্রেমচাঁদের এই ডুডলটি তাঁর রচিত অন্যতম সেরা উপন্যাস ‘গোদান’-এর অবলম্বনে তৈরি। ১৯৩৬ সালে ওই উপন্যাস রচনা করেছিলেন ‘উপন্যাস-সম্রাট’ বলে পরিচিত প্রেমচাঁদ।
এদিনের ডুডলের প্রসঙ্গে গুগল জানিয়েছে, এমন একজনকে হোমপেজ উৎসর্গ করা হয়েছে, যিনি শব্দের মধ্যে দিয়ে সম্ভবত ভারতের সাহিত্যের মানচিত্রে আমূল পরিবর্তন এনেছিলেন।
প্রেমচাঁদের আসল নাম ধনপত রাই শ্রীবাস্তব। ১৮৮০ সালে তাঁর জন্ম। মুন্সি প্রেমচাঁদ ছদ্মনাম নিয়ে ১২টি উপন্যাস, ২৫০টি ছোট গল্প এবং বহু রচনার জন্ম দিয়েছেন।
প্রথমে তিনি নবাব রাই ছদ্মনাম ব্যবহার করতেন, পরে প্রেমচাঁদ নাম নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement