এক্সপ্লোর
রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৩.৬ লক্ষ কোটি টাকা মূলধন চাইছে না সরকার, জানালেন কেন্দ্রীয় অর্থবিষয়ক সচিব

নয়াদিল্লি: কেন্দ্রের সরকার রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৩.৬ লক্ষ কোটি টাকা মূলধন চাইছে, এমন খবর অস্বীকার করলেন কেন্দ্রীয় অর্থবিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ। ট্যুইট করে তিনি বলেছেন, মিডিয়ায় প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। সরকারের আর্থিক অঙ্কের হিসেব-নিকেশ একেবারে সঠিক পথে রয়েছে। যেমনটা বলা হচ্ছে, ৩.৬ বা ১ লক্ষ কোটি টাকা হস্তান্তরিত করতে রিজার্ভ ব্যাঙ্ককে বলার কোনও প্রস্তাবই নেই।
Lot of misinformed speculation is going around in media. Government’s fiscal math is completely on track. There is no proposal to ask RBI to transfer 3.6 or 1 lakh crore, as speculated. (continued...).
— Subhash Chandra Garg (@SecretaryDEA) November 9, 2018
Government’s FD in FY 2013-14 was 5.1%. From 2014-15 onwards, Government has succeeded in bringing it down substantially. We will end the FY 2018-19 with FD of 3.3%. Government has actually foregone 70000 crore of budgeted market borrowing this year. ( continued .....)
— Subhash Chandra Garg (@SecretaryDEA) November 9, 2018
গর্গ বলেছেন, একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক মূলধন কাঠামো বা ফ্রেমওয়ার্ক বেঁধে দেওয়ার প্রস্তাব নিয়েই কথাবার্তা হচ্ছে। Only proposal under discussion is to fix appropriate economic capital framework of RBI.
— Subhash Chandra Garg (@SecretaryDEA) November 9, 2018
সরকারের আর্থিক লক্ষ্যমাত্রা, হিসাব সম্পর্কে আস্থার সুর প্রকাশ করে তিনি জানান, ২০১৯ এর ৩১ মার্চ শেষ হতে চলা চলতি অর্থবর্ষে ৩.৩ শতাংশ ঘাটতির লক্ষ্যমাত্রাতেই অটল থাকবেন তাঁরা। বলেন, ২০১৩-১৪য় সরকারের আর্থিক ঘাটতি ছিল ৫.১ শতাংশ। ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে সরকার তা কমিয়ে আনতে সফল হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষ আমরা শেষ করব ৩.৩ শতাংশ আর্থিক ঘাটতিতেই। সরকার চলতি বছরে ৭০০০০ কোটি টাকা বাজেট নির্ধারিত বাজার থেকে ধার বাস্তবে নেয়নি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















