এক্সপ্লোর
মাওবাদীদের হদিশ পেতে গাছের পাতা ভেদ করে ছবি তোলা রাডার চাইছে সরকার

নয়াদিল্লি: সোমবার ছত্তিশগড়ের সুকমার গভীর জঙ্গলে ঘিরে ধরে ২৫ সিআরপিএফ জওয়ানকে মাওবাদীরা গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পর আরও উন্নত মানের গোপন নজরদারি যন্ত্রপাতি জোগাড় করার কথা ভাবছে কেন্দ্র। মানবহীন আকাশযানের মাধ্যমে মাওবাদীদের গতিবিধির ব্যাপারে তথ্য সংগ্রহ করায় সমস্যায় পড়তে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। মাওবাদীরা ছত্তিশগড়ের ঘন জঙ্গলের ভিতরে কী করছে, সেই ছবি তোলা যায় না আকাশযান থেকে। তাই সরকার ফলিয়েজ পেনিট্রেশন রাডার হাতে পাওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা জানিয়েছেন, এ ধরনের রাডারই বর্তমান পরিস্থিতিতে যত আগে পাওয়া যায়, ততই ভাল। এটি ঘন জঙ্গলের গাছপালার বেষ্টনী ভেদ করে ভিতরের ছবি তুলতে পারে। যদিও বিশ্বে হাতে গোনা কয়েকটি সংস্থাই এ ধরনের রাডার তৈরি করে, তাই ওইসব সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করার উদ্যোগ নিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















