এক্সপ্লোর
Advertisement
পুরো টাকা দিতে না পারায় নিলামে কেনা কনেকে তুলে নিয়ে গেল দালাল, আত্মঘাতী বর
বাগপত: কোথাও কোথাও বরের জন্য কনে খুঁজতে 'দালাল' লাগে। নিলামেও চড়ানো হয় 'কনে'দের। 'দালালি'র টাকা দিতে না পারলে পরিণত কখনও কখনও মারাত্মক হয়। উত্তরপ্রদেশে বাগপতে এমনই একটি ঘটনা ঘটেছে। ২২ হাজার টাকা দিয়ে নিলামে 'কনে' কিনেছিল মুকেশ নামে এক ব্যক্তি। কিন্তু যে ব্যক্তি মেয়েটিকে বিক্রি করেছিল, তাকে পুরো টাকা দিতে পারেনি মুকেশ। এজন্য 'কনে'কে বর মুকেশের বাড়ি থেকে তুলে নিয়ে যায় মোনু নামে ওই 'দালাল'। এরপর গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মুকেশ।
জানা গেছে, মোনু নারীপাচারের সঙ্গে যুক্ত। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হল যে, মোনুর কাছে 'নিলাম করার মতো' আরও তিনটি মেয়ে ছিল। নারী পাচারের সঙ্গে যুক্ত মোনুর ফাঁদে পা দিয়ে শেষপর্যন্ত আত্মঘাতী হতে হল মুকেশকে।
বিয়ের জন্য 'কনে' নিয়ে এ ধরনের জালিয়াতির ঘটনা নতুন নয়। সংবাদমাধ্যমে রাজস্থানে 'ভুয়ো কনে' জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে গিয়েছিল। ঝুনঝুনু, শিকর ও চুরুতে ১০ থেকে ১২ হাজার ভুয়ো কনে নিয়ে রমারমা কারবারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। সারা রাজ্য জুড়েই এই চক্রের জাল ছড়ানো। বিয়ে হচ্ছে না, এমন ব্যক্তিদেরই নিশানা করে চক্র। কনে যোগাড়ের টোপ দিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রের কারবারিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement