এক্সপ্লোর
Advertisement
বয়কট না করে পাকিস্তানকে বাদ দিয়েই সম্মেলন করতে পারত ভারত, মোদী সরকারকে কংগ্রেস
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। উরি হামলার পাল্টা পাকিস্তানকে একঘরে করার জন্য কৌশল হিসাবে সার্ক বৈঠক থেকে সরে আসার পদক্ষেপে আপত্তি তুলেছে তারা।
কংগ্রেসের বক্তব্য, সম্মেলন বয়কটের পথে না গিয়ে পাকিস্তানকে বাদ দিয়েই তো সম্মেলনের আয়োজন করতে পারত ভারত সরকার। বিরোধী দলের মুখপাত্র মণীশ তেওয়ারি বলেন, সার্ক বৈঠক বয়কট করাটাই কি একমাত্র জবাব? পাকিস্তানকে বাইরে রেখেই কি একটা সম্মেলন করা যেত না?
কংগ্রেস মুখপাত্রের মন্তব্য, ওদের নেওয়া পদক্ষেপের ফলেই পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ছে, এটা ভেবে নিজেদেরই ‘ফাঁকি দিচ্ছে’ মোদী সরকার। বরং পাকিস্তানকে বাদ রেখেই বাকিদের নিয়ে একটা সম্মেলন করা গেলে ওদের একঘরে করে দেওয়া আরও সহজ হত। উরির নৃশংস হামলার দশদিন বাদেও মোদী সরকার যুত্সই জবাব ‘হাতড়ে বেড়াচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর কটাক্ষ, গত দশদিনে সরকারি প্রতিক্রিয়া অসংলগ্ন থেকে হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে।
গতকাল রাতেই পাকিস্তানকে আন্তর্জাতিক মহলের কাছে অস্বস্তিতে ফেলতে ইসলামাবাদে নভেম্বরে হতে চলা সার্ক বৈঠক বয়কটের কথা জানিয়ে দেয় ভারত। একই পথে হেঁটে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার জন্য দুষে আরও তিন সার্কভুক্ত দেশ আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটান আজ সম্মেলন বয়কট করে। ফলে ইসলামাবাদের অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত হয়ে গিয়েছে।
পাকিস্তানকে বাণিজ্যে সবচেয়ে পছন্দের দেশের (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হলেও তাতে তাদের চরিত্রে কোনও বদল হবে কিনা, সেই প্রশ্নও তোলেন তেওয়ারি। একইভাবে মোদী সরকারের সিন্ধুর জলবন্টন চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
নরেন্দ্র মোদীকে নিশানা করে তেওয়ারির কটাক্ষ, জাতীয় নিরাপত্তা, কূটনীতির মতো কিন্তু এমনই সিরিয়াস বিষয় যে তা নিয়ে স্রেফ ট্যুইট আর ফাঁকা আওয়াজ করলেই হয় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement