এক্সপ্লোর
Advertisement
নাবালকের গাড়ি চালিয়ে দুর্ঘটনা, ৫০ হাজার টাকা জরিমানা বম্বে হাইকোর্টের
মুম্বই: লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিল এক নাবালক। এ জন্য ওই নাবালকের বাবার ৫০ হাজার টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। গত বছরের ১৪ নভেম্বর লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল ওই নাবালক। পিছনে বসেছিল তার বন্ধু। গাড়িটি আন্ধেরি ভারসোভায় লোখান্ডেওয়ালায় রাস্তার একটি ডিভাইডারে ধাক্কা মারে। ফলে ওই নাবালকের সঙ্গী আহত হয়। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভারসোভা থানায় একটি মামলা দায়ের করা হয়।
যদি ওই নাবালক ও তার আহত সঙ্গীর অভিভাবকরা নিজেদের মধ্যে রফা করে এফআইআর খারিজ করতে বোম্বে হাইকোর্টে যৌথভাবে একটি পিটিশন দায়ের করেন। কিন্তু হাইকোর্ট পিটিশনের পরিপ্রেক্ষিতে বলে, এই দুর্ঘটনাটি খুবই উদ্বেগজনক। পিটিশনারের বাবা তথা গাড়ির মালিক তাঁর নাবালক সন্তানকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছিলেন। এরফলে ওই নাবালকের সঙ্গী গুরুতর জখম হয়েছে। এ প্রসঙ্গে সরকারি কৌসুলির উদ্বেগের সঙ্গে সহমত পোষণ করে বিচারপতি নরেশ পাতিলের নেতৃত্বাধীন বেঞ্চ। হাইকোর্ট মন্তব্য করেছে, এ ব্যাপারে সমাজকে একটা বার্তা দেওয়া প্রয়োজন। এ ধরনের ঘটনায় কোনও পথচারী বা তৃতীয় কোনও ব্যক্তির গুরুতর ক্ষতি হতে পারত। সৌভগ্যক্রমে এক্ষেত্রে তা ঘটেনি।
নাবালকের বাবার ৫০ টাকা জরিমানা প্রদানের শর্তে এফআইআর খারিজ করে বেঞ্চ। শর্ত অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে জরিমানার টাকা মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ক্যানসার রিসার্চ ইন্সস্টিটিউটকে দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement