এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভিন্নধর্মী দুই ইউপিএসসি সেরার বিয়েতে আপত্তি হিন্দু মহাসভার, পাত্রের ধর্ম বদলের ‘ফরমান’
মেরঠ: ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষায় শীর্ষে থাকা টিনা দাবি গত সপ্তাহেই তাঁর সঙ্গে ওই একই পরীক্ষায় দ্বিতীয় স্থানে থাকা আমির-উল-সাফি-খানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা ঘোষণা করেন। তাঁরা জানান অল্প কয়েকদিনের মধ্যেই তাঁরা বিয়ে করছেন এবং তাঁদের সম্পর্ক নিয়ে দুই পরিবারের কারও আপত্তি নেই।
এই সম্পর্কের কথা গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা। ওই সংগঠনের সদস্যরা টিনার বাবা-মাকে চিঠি লিখে এই বিয়ে বন্ধ করার আর্জি জানিয়েছেন। এছাড়াও তাঁরা বলেছেন, যদি একান্তই সেটা সম্ভব না হয়, তাহলে যেন তাঁরা ছেলের ধর্ম পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করেন।
হিন্দু মহাসভার সদস্যরা এক চিঠি লিখে টিনার বাবা-মাকে জানিয়েছেন এভাবে 'লভ জেহাদের'ই প্রচার করছে মুসলিম ধর্মের মানুষরা। তাই ছেলের যেন ঘর-ওয়াপসি করিয়ে তবেই এই বিয়ের বিষয় এগোন টিনার পরিবার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন সরকারের এই দুই উচ্চপদস্থ আধিকারিক। শোনা গেছে আমিরের তরফে এটা ছিল প্রথম দেখাতেই প্রেম। টিনা কয়েকদিন পরে আমিরের প্রতি দুর্বল হন। তবে হিন্দু মহাসভার এই চিঠির বিষয় কোনও মন্তব্য করেননি টিনা দাবি ও তাঁর পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement