এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে মুসলিমদের হুমকি: আর কতগুলি পাকিস্তান বানাবেন? আর কত টুকরো করবেন ভারতকে? বিজেপিকে তোপ ফারুকের
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিজেপি নেতার স্ত্রীর হয়ে পুরভোটের প্রচারে বেরিয়ে তাঁকে ভোট না দিলে পরিণাম খারাপ হতে পারে বলে মুসলিমদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠার পর আসরে ফারুক আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির কাছে জানতে চাইলেন, আপনারা আর কটুকরো করবেন ভারতকে!
উত্তরপ্রদেশের ওই বিজেপি নেতার হুমকির ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে ন্যাশনাল কনফারেন্স সভাপতি জম্মুতে এক সমাবেশে বলেন, উত্তরপ্রদেশের বিজেপি নেতারা মুসলিমদের ভয় দেখাচ্ছেন, আমাদের ভোট না দিলে ফল দেখিয়ে দেব। ভারত হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান, সবার। তাদের যাকে খুশি ভোট দেওয়ার অধিকার আছে। কাউকে বাধ্য করা যায় না। আপনারা একটা পাকিস্তান বানিয়েছেন। আর কতগুলি পাকিস্তান বানাবেন? ভারতকে আর কটা টুকরো করবেন?
পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, ভারতের তা ফিরে পাওয়ার লড়াই বন্ধ করে দেওয়া উচিত, তাঁর এই মন্তব্যে বিতর্ক হলেও এদিন নির্বিকার ছিলেন ফারুক। তিনি বলেন, আমি আবারও বলছি, অধিকৃত কাশ্মীর পাকিস্তান। ওরা কি চুড়ি পরে আছে নাকি, ওদেরও পরমাণু বোমা আছে। আপনারা কি চান, ওদের হাতে আমরা সবাই মারা পড়ি? আপনারা প্রাসাদে থাকেন, সীমান্ত এলাকার গরিব মানুষগুলির কথা ভাবুন, যাঁদের ওপর রোজ বোমা পড়ে।
গতকালই আগের পাক অধিকৃত কাশ্মীর সংক্রান্ত মন্তব্যের জন্য ফারুকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু করার আবেদন পেশ হয়েছে। গত ১১ নভেম্বর তিনি বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। ভারত ও পাকিস্তানের মধ্যে যত যুদ্ধই হোক, এটা বদল হবে না। ফারুকের বিরুদ্ধে আবেদনকারীর অভিযোগ, তাঁর এহেন মন্তব্য হিংসা, জনজীবনে শান্তি ভঙ্গের ইন্ধন দিচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement