বিজেপির চেয়েও অসমে দ্রুত বাড়ছে বদরুদ্দিন আজমলের পার্টি, জেনারেল রাওয়াতের মন্তব্যে বিতর্ক, রাজনীতি, ধর্মের কোনও ব্যাপার নেই, দাবি সেনার
Gen Bipin Rawat has made a political statement, shocking! Why is it a concern for the Army Chief that a political party, based on democratic & secular values, is rising faster than BJP? Alternative parties like AIUDF, AAP have grown because of the misgovernance of big parties.
1
— M Badruddin Ajmal (@BadruddinAjmal) February 22, 2018
ট্যুইট করে আজমল বলেছেন, জেনারেল বিপিন রাওয়াত রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। বিস্ময়কর এটা। বড় বড় দলগুলির অপশাসনের জন্যই বাড়ছে এআইইউডিএফ, আপের মতো বিকল্প দলগুলি।
তাঁর দলের বিধায়ক আমিনুল ইসলামের দাবি, এআইইউডিএফ শোষিত, নীচুতলার মানুষের জন্য লড়ছে বলেই বিজেপির চেয়ে দ্রুত বাড়ছে। আমাদের আশা, অসমের মানুষ জাতি, ধর্ম নির্বিশেষে এআইইউডিএফকে বিপুল সমর্থন করবে, আমাদের দল একদিন রাজ্যে ক্ষমতায় আসবে। সেনাপ্রধান কি সংবিধানের নির্দেশ ভেঙে রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন না?
By making such statement, isn't the Chief of Army Staff indulging into politics which is against the constitutional mandate given to him. @rashtrapatibhvn @PMOIndia please take note.
2
— M Badruddin Ajmal (@BadruddinAjmal) February 22, 2018
এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিও সেনাপ্রধান 'রাজনৈতিক ব্যাপারে মাথা গলাচ্ছেন' বলে মন্তব্য করে তাঁর তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, সেনাপ্রধানের কাজ নয় একটি রাজনৈতিক দলের উত্থানের ব্যাপারে মন্তব্য করা। গণতন্ত্র, সংবিধানে রাজনীতির অধিকার আছে সবার। সেনাপ্রধানের তাতে হস্তক্ষেপ করা উচিত নয়। সেনাবাহিনীকে সবসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে চলতে হবে।
What,the Army Chief should not interfere in political matters it is not his work to comment on the rise of a political party ,Democracy & Constitution allows it and Army will always work under an Elected Civilian leadership https://t.co/PacWqqYXz1
— Asaduddin Owaisi (@asadowaisi) February 22, 2018
যদিও এক বিবৃতিতে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, জেনারেল রাওয়াতের বক্তব্যে রাজনীতি বা ধর্মের কোনও ব্যাপার নেই। উনি সেমিনারে শুধু সেখানকার পরিস্থিতি ও সংহতির প্রসঙ্গ টেনেছেন।
If nothing political, why was Army Chief dragging a political party, in his speech, whose representatives are democratically elected by Indian citizens? https://t.co/LkKeBdB3Qt
— M Badruddin Ajmal (@BadruddinAjmal) February 22, 2018