এক্সপ্লোর
Advertisement
আমাকেও অবসাদের শিকার হতে হয়েছে: হৃত্বিক রোশন
মুম্বই: প্রত্যেকেরই জীবনে ওঠা-নামা রয়েছে। সবাইকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। অভিনেতারাও এর ব্যতিক্রম নন। অবসাদের শিকার হতে হয়েছে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকেও।
এম পাওয়ারের 'এভরিডে হিরোস'-এর প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃত্বিক। সেখানেই তিনি বলেন, আমারও জীবনে অনেক ওঠা নামা রয়েছে। অবসাদে ভুগেছি, বিভ্রান্ত হয়েছি বহুবার। এরকমটা যে কারও জীবনেই হতে পারে। একেবারেই সাধারণ ব্যাপার। আমাদেরও উচিত বিষয়টাকে হালকাভাবে নেওয়া। বেশি গুরুত্ব দিয়ে না দেখা। হৃত্বিক আরও বলেন, জীবনে প্রত্যেকটি অভিজ্ঞতারই প্রয়োজন রয়েছে। উন্নতিরও যেমন দরকার, ধাক্কা খাওয়ারও প্রয়োজন রয়েছে। তবেই পরিপূর্ণ বিকাশ সম্ভব। আমিও ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও অবসাদে আক্রান্ত হয়েছিলেন। প্রকাশ্যে সে কথা জানিয়েছেন তিনি। কীভাবে সেই অবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছিলেন, সেই অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
খবর
Advertisement