এক্সপ্লোর
Advertisement
১৫ দিনে দেখে নেব তোমাদের! সাংবাদিকদের রাধে মার হুমকি, দেখুন ভিডিও
লখনউ: তিনি কোনও অন্যায় করেননি। বারবার এক প্রশ্নের জবাব দিতে দিতে তিনি ক্লান্ত। তারপরেও সাংবাদিকরা সেই একই প্রশ্ন করছেন? ১৫ দিনে সব্বাইকে দেখে নেবেন। হুমকি দিয়েছেন রাধে মা, স্বঘোষিত বিতর্কিত ‘নারী ভগবান’।
উত্তরপ্রদেশে এক সাংবাদিক বৈঠকে বেশ কিছু অপছন্দের প্রশ্নের মুখোমুখি হতে হয় রাধে মাকে। কালো জাদু নিয়ে প্রশ্ন করলে সাংবাদিককে হুমকি দেন তিনি। তাঁকে বলা হয়েছিল তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে, সেগুলি সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করতে। শুনে রাধে মা বলেন, তিনি হিন্দু ধর্মের জন্য এত করছেন, তাঁকে এভাবে সংবাদমাধ্যমের নিশানা করা ঠিক নয়। এক প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।
তাঁর আরও দাবি, তিনি নিষ্পাপ ও পবিত্র, কখনও কোনও ভুল করেননি।
অথচ সুখবিন্দর কৌর বা রাধে মার বিতর্কের সঙ্গে সাক্ষাৎ নতুন কিছু নয়। পুলিশ অফিসারের চেয়ারে বসে পড়া থেকে আপত্তিকর নাচ- সবই করেছেন তিনি। হিন্দু সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদের জাল বাবাদের তালিকায় তাঁর নামও রয়েছে। এই তালিকার অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রাম রহিম ও আসারাম বাপু। অশ্লীলতা, পণের দাবিতে অত্যাচার, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মত বহু অভিযোগ রয়েছে রাধে মার বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement