এক্সপ্লোর
Advertisement
২০১৯-এ 'বিজেপির হার নিশ্চিত করতেই হবে', বললেন অখিলেশ, প্রয়োজনে মায়াবতীকে কিছু আসন ছাড়তেও তৈরি
লখনউ: বিজেপিকে হারাতে বাড়তি উদ্যোগ নিতে তিনি তৈরি, দরকার পড়লে এককালের কট্টর শত্রু মায়াবতীর বসপা-কে কিছু বাড়তি আসন ছাড়তেও রাজি বলে জানালেন অখিলেশ যাদব। মৈনপুরিতে সমাজবাদী পার্টি (সপা) সভাপতি বলেছেন, বিএসপিকে প্রয়োজনে কয়েকটা আসন ছেড়ে আত্মত্যাগ করতে আমরা সমাজবাদীরা দ্বিধা করব না। বিজেপির হার নিশ্চিত করতেই হবে।
২০১৯ পর্যন্ত সপা-বসপা বোঝাপড়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। বসপা নেত্রী মায়াবতী অবশ্য প্রাক-নির্বাচনী রফায় সম্মানজনক সংখ্যায় আসন পাওয়া গেলেই তাঁরা বিরোধী জোটে সামিল হবেন বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই।
চলতি বছরে উত্তরপ্রদেশে চারটি উপনির্বাচনেই সপা-বসপার বোঝাপড়ার ফলে বিজেপি হেরেছে। সেই প্রেক্ষাপটেই আগামী বছরের লোকসভা ভোটের আগে অখিলেশের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিজেপি পরাজিত হয়েছে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুর লোকসভা আসনে। আরএলডি সহ বিরোধীরা একমঞ্চে আসায় বিজেপি হেরেছে ফুলনপুর, কৈরানা লোকসভা কেন্দ্র ও নূরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও।
সপা-বসপা সখ্য বিজেপিকে বেগ দিচ্ছে বলে দাবি করেন অখিলেশ। বলেন, বিজেপি অস্বস্তিতে পড়ে এখন বলছে, কী করে সপা-বসপা তাদের হারাবে। ওরা দেখতেই পাবে, কীভাবে আমাদের কর্মীরা বসপার পাশে থেকে সমর্থন করে বিজেপিকে চূর্ণ করবে।
যদিও উত্তরপ্রদেশের শীর্ষ মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য্য কটাক্ষ করেছেন, সপা-বসপার এই আঁতাত কোনও ইস্যুর ওপর নয়, ইস্যু ছাড়া কোনও বোঝাপড়াই বেশিদিন টেঁকে না। ওরা খেয়োখেয়ি করেই শেষ হয়ে যাবে ২০১৯-এর লোকসভা ভোটের আগেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement