এক্সপ্লোর
Advertisement
কামড়ের 'বদলা'! সাপের ফনা চিবিয়ে খেলেন এই লোকটি
নয়াদিল্লি: এমনটা কখনও শুনেছেন কি? ছোবল খেয়ে পাল্টা সাপের ফনা কামড়ে চিবিয়ে খেতে পারে কেউ?
কিন্তু ইটের বদলে পাটকেল নীতি প্রয়োগ করে উত্তরপ্রদেশের হরদৌইয়ের এক ব্যক্তি ঠিক এটাই করেছেন বলে তাঁর দাবি। গত শনিবার সোনেলাল নামে লোকটি সাপের ফনায় 'বদলা' কামড় দিয়ে অবশ্য জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে মোগাগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সুস্থ হয়ে উঠে সোনেলাল ঘটনাটি জানান। তাঁর দাবি, তিনি মাঠে গরু চড়াচ্ছিলেন। আচমকা তাঁকে কামড়ে দেয় সাপটি। প্রচণ্ড ক্রোধে তিনি পাল্টা তাকে আক্রমণ করেন। সেই সাপের ফনায় কামড় বসিয়েই ক্ষান্ত হননি, চিবিয়ে খেয়ে ফেলেন। মুণ্ডহীন সাপটি পড়ে থাকে।
যদিও স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ তাঁর বক্তব্য পুরোপুরি বিশ্বাস করতে নারাজ। সোনেলালের শরীরে কোথাও সাপের কামড়ের দাগ দেখা যায়নি বলে জানিয়েছেন ডাক্তাররা। স্বাস্থ্যকেন্দ্রের এক ডাক্তারকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, মনে হয়, আদৌ কোনও সাপ ওঁকে কামড়ই দেয়নি। আমরা তো কামড়ের চিহ্ন দেখিনি। সাপটি বিষাক্ত ছিল, সেজন্যই তার মাথা কামড়ে দেওয়ায় বিষের প্রভাবেই উনি চৈতন্য হারিয়ে ফেলেন। আরেক ডাক্তার সোনেলালের মানসিক স্থিতিশীলতা নিয়েই প্রশ্ন তুলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
আন্তর্জাতিক
জেলার
Advertisement