এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘বিমান হাইজ্যাক হয়েছে’, প্রধানমন্ত্রীকে ট্যুইট করে আটক যাত্রী
মুম্বই: থেকে দিল্লিগামী বিমানে হাইজ্যাক আতঙ্ক ছড়িয়ে আটক ৩৫ বছরের এক যাত্রী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই যাত্রী ট্যুইট করেন , যে বিমানে তিনি চড়েছেন সেটি হাইজ্যাক হয়েছে বলে তাঁর আশঙ্কা। নিতিন ভার্মা নামে ওই যাত্রীর দাবি, বিমান ছাড়তে অত্যন্ত দেরী হওয়ায় ক্ষোভের বশেই তিনি ওই ট্যুইট করেছেন। নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর বিমানটি সকাল সাড়ে এগারোটা নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে ছাড়ে। দিল্লি বিমানবন্দরে অত্যধিক ফ্লাইট থাকায় বিমানটি জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
জয়পুরে নিতিনকে বিমান থেকে নামিয়ে আটক করে সিআইএসএফ। পুলিশ তাঁকে প্রায় তিন ঘন্টা ধরে জেরা করে। পুলিশ জানিয়েছে, বোর্ডিং হওয়ার পরও টেকনিক্যাল কারণের জন্য বিমানটি মুম্বই বিমানবন্দর থেকে তিন ঘন্টার পর উড়ান শুরু করে। এই বিলম্বেই ক্ষুব্ধ হয়ে নিতিন ট্যুইট করেন যে, ‘স্যর, আমরা জেট এয়ারওয়েজের বিমানে তিন ঘন্টা ধরে বসে রয়েছি। মনে হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে কী প্রকৃত কারণ জানতে পারি’।
We have been in jet flight for past 3 hrs, look like hijacked, Can I get an update from authority what is the exact reason. pic.twitter.com/bGNrq7GX5e
— Nitin (@nitinvarma5n) April 27, 2017
এই ট্যুইট নজরে আসার পরই প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) তত্পর হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করে দেওয়া হয়।
জয়পুর বিমানবন্দরের আধিকারিক এমপি বনশল জানিয়েছেন, যেহেতু ওই যাত্রী আতঙ্ক তৈরি করেছিলেন, সেহেতু তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে।
জয়পুরের পুলিশ আধিকারিক কুনাওয়ার রাষ্ট্রদীপ বলেছেন, নিতিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৩ ও ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement