এক্সপ্লোর
পঠানকোট, উরি হামলায় পাকিস্তানকে ক্লিনচিট দিচ্ছেন! নির্মলাকে পাল্টা চিদম্বরম

নয়াদিল্লি: কেন্দ্রে বিজেপি-এনডিএ সরকারের জমানায় দেশে কোনও বড় সন্ত্রাসবাদী হামলা হয়নি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এমন দাবি করেছেন বলে খবরের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিলেন পি চিদম্বরম। প্রথম সারির কংগ্রেস নেতার প্রশ্ন, উনি কি তবে পঠানকোট, উরি হামলায় পাকিস্তানকে ক্লিনচিট দিচ্ছেন!
रक्षा मंत्री का कहना है कि 2014 के बाद पाकिस्तान की तरफ से कोई आतंकी हमला नहीं हुआ। क्या रक्षा मंत्री जी भारत का नक्शा उठाकर यह बताएंगी कि पठानकोट और उड़ी कहाँ है?
— P. Chidambaram (@PChidambaram_IN) January 14, 2019
इन हमलों को पाकिस्तान द्वारा या सीमा पार से न होना बताकर रक्षा मंत्री पठानकोट और उड़ी हमले के मामले में पाकिस्तान को क्लीन चिट दे रही हैं?
— P. Chidambaram (@PChidambaram_IN) January 14, 2019
চিদম্বরম ট্যুইট করেছেন, প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ২০১৪-র পর পাকিস্তান থেকে কোনও জঙ্গি হামলা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী কি ভারতের মানচিত্রে চোখ বুলিয়ে পঠানকোট, উরি জায়গাটা কোথায় দেখাবেন? এই হামলাগুলি পাকিস্তান করেনি বা সেখান থেকে হয়নি, এমন বলে উনি কি তবে পঠানকোট, উরির ঘটনায় পাকিস্তানকে ক্লিনচিট দিচ্ছেন? নির্মলার দাবি সম্পর্কে চিদম্বরমের বক্তব্য, এই অবিশ্বাস্য মন্তব্য ২০১৯ এর মে-র পর মানুষের মনে রাখা উচিত। সত্য কিন্তু এর সম্পূর্ণ বিপরীত। পঠানকোট, উরির হামলা ঘটেছিল ২০১৬-য়। শনিবারই নির্মলার ওই মন্তব্য জানাজানি হতেই তাঁকে নিশানা করে কংগ্রেস। দলীয় মুখপাত্র মনীশ তেওয়ারি বলেন, প্রতিরক্ষামন্ত্রীর দাবি সত্যি হলে উরির যে সন্ত্রাসবাদী হামলায় ১৯ জন জওয়ান মারা যান, পঠানকোটেও জঙ্গি তাণ্ডব চলে, সেগুলি কী ছিল? খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















