এক্সপ্লোর
স্ত্রী ও সন্তানের প্রতিপালনের দায়িত্ব স্বামীর,বলল দিল্লির আদালত
নয়াদিল্লি: স্ত্রী ও নাবালক সন্তানের প্রতিপালনের দায়িত্ব স্বামীর। এমনই মন্তব্য করল দিল্লি এক আদালত। একটি পারিবারিক হিংসা মামলায় স্ত্রী ও সন্তানের ভরণপোষণের জন্য স্বামীকে মাসে ১৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল একটি ম্যাজিস্ট্রেটের আদালত। নিম্ন আদালতের ওই নির্দেশ খারিজের দাবিতে স্বামী দিল্লির ওই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দিল্লি হাইকোর্ট ওই ব্যক্তির আর্জি খারিজ করে দিয়েছে।
অতিরিক্ত দায়রা বিচারক এই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ বহাল রেখেছেন। ম্যাজিস্ট্রেটের আদালত ওই ব্যক্তিকে প্রতি মাসে তাঁর স্ত্রীকে ১০ হাজার ও সন্তানের জন্য ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
ওই ব্যক্তির স্ত্রী কর্মহীন। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির ভরণপোষণের নির্দেশ খারিজের আর্জি নাকচ করে দেন অতিরিক্ত দায়রা বিচারক।
বিচারক বলেন, ওই ব্যক্তির নাবালক ছেলে তাঁর স্ত্রীর কাছে থাকেন। স্ত্রী ও নাবালক ছেলের প্রতিপালনের দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য। আবেদনকারী স্বীকার করেছেন যে, তাঁর মাসে আয় ৪০ হাজার টাকা।
আদালত আরও বলেছে, ওই ব্যক্তির স্ত্রী কোনও কাজ করেন না। তাই তাঁর কোনও আয় নেই। এই অবস্থায় মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সঠিকভাবেই অন্তর্বর্তী ভরণপোষণের নির্দেশ দিয়েছিলেন। তাই ওই ব্যক্তির আর্জি খারিজ করা হচ্ছে।
২০১৬-র নভেম্বরে ম্যাজিস্ট্রেটের আদালত ভরণপোষণের নির্দেশ দিয়েছিল।
ওই নির্দেশের বিরোধিতা করতে গিয়ে ওই ব্যক্তি দায়রা আদালতে যুক্তি দেন যে, তিনি ভাড়া বাড়িতে থাকেন। তাই ভরণপোষণের পরিমাণ মাসে ১০ হাজার টাকা করা হোক। কারণ, তাঁর মাসিক আয় ৪০ হাজার টাকা।
যদিও স্ত্রী দাবি করেন, ওই ব্যক্তির মাসিক আয় ৪৫ হাজার টাকা। তাছাড়া তাঁর সম্পত্তিতেও ভাগ রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement