এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে সংঘর্ষে পুলওয়ামা হামলার 'চক্রান্তে শরিক' স্বঘোষিত জয়েশ ‘কম্যান্ডার’ সহ ২ জঙ্গি খতম
১২ জুন অনন্তনাগ টাউনে সিআরপিএফ জওয়ানদের ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ছিল পাঞ্জু।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সাফল্য। খতম জয়েশ-ই-মহম্মদ জঙ্গি। ফয়াজ পাঞ্জু নামে জয়েশের এক স্বঘোষিত ‘কমান্ডার’ নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে বলে জানাল পুলিশ। জনৈক পুলিশ অফিসার বলেছেন, অনন্তনাগের বিজবেহরায় পুলিশের দেওয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার অভিযান হয়। সংঘর্ষে ফয়াজ পাঞ্জু তার এক সঙ্গী সমেত নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার চক্রান্তে শরিক ছিল সে। ওই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন।
১২ জুন অনন্তনাগ টাউনে সিআরপিএফ জওয়ানদের ওপর প্রাণঘাতী হামলায়ও জড়িত ছিল পাঞ্জু। ওই আক্রমণে পাঁচ সিআরপিএফ নিহত হন, এসএইচও আর্শাদ খান মারাত্মক জখম হন, পরে তাঁর মৃত্যু হয় বলে জানান পুলিশ অফিসার।
এক পুলিশকর্তা জানান, ২০১৮-র এপ্রিলে সন্ত্রাসবাদীদের দলে সামিল হয় পাঞ্জু। ট্রাল-অবন্তিপোরা-বিজবেহরা-আশমুকাম এলাকায় সে সক্রিয় ছিল। পুলিশকর্তাটি আরও জানান, যুবকদের জয়েশে সামিল করাত সে, অতীতে বেশ কয়েকটি বড় সন্ত্রাসবাদী হামলায়ও জড়িত থাকায় ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের অন্যতম ছিল পাঞ্জু।
নিহত বাকি সন্ত্রাসবাদীর পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পাঞ্জুর খতম হওয়া নিরাপত্তাবাহিনীর ‘বড় সাফল্য’ বলে দাবি করেন তিনি।
শনিবারই পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকে নানা সন্ত্রাসবাদী হামলায় জড়িত জয়েশ কম্যান্ডার মুন্না লাহোরি নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে। সে ছিল আইইডি বোমা বিশেষজ্ঞ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement