এক্সপ্লোর
Advertisement
রিলায়েন্স জিও-র 4G VoLTE ফিচারফোনের দাম হবে ১,৭৪০ টাকা
নয়াদিল্লি: টেলিকম পরিষেবার ক্ষেত্রে শোরগোল ফেলেছে রিলায়েন্স জিও। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গেছে, রিলায়েন্স তাদের নয়া 4G VoLTE ফিচারফোন নিয়ে কাজ করছে। এই ফোনের উত্পাদনও শুরু হয়েছে বলে খবর। খুব শীঘ্রই ওই ফোন বাজারে আসতে চলেছে। এই স্মার্টফোন দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে আগেই জানা গিয়েছিল। এবার এই ফোনের দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এল।
91mobiles-এর প্রতিবেদন অনুসারে, নয়া রিলায়েন্স জিও 4G-VoLTE ফোনে হবে দুটি প্রোসেসর ভ্যারিয়েন্টের। কোয়ালকম ও স্প্রেডট্রাম চিপসেট। এর দাম হবে যথাক্রমে ১,৭৪০ টাকা ও ১,৮০০ টাকা।
ফোনের স্পেশিফিকেশন নিয়েও তথ্য জানা গিয়েছে। ওই তথ্য অনুসারে, ফোনে থাকছে 2.4 স্ক্রিন। প্রোসেসরের জন্য কোম্পানি কোয়ালকম ও স্প্রেডট্রামের সঙ্গে অংশীদারিত্ব করেছে।
এছাড়াও জিও ফিচার ফোনের দুটি মডেল বাজারে আসবে। এই দুই মডেলে ৫১২ এমবি র্যাম ও ৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ থাকবে। ওই স্টোরেজ মাইক্রো এসডি-র মাধ্যমে বাড়ানো যাবে। এই ফিচার ফোনে ২ মেগাপিক্সেল রিয়ার ও ভিজিএ ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।
এছাড়াও এতে জিয়ো-র অ্যাপ প্রিলোডেড থাকবে। এনএফসি কানেক্টিভিটি ও ওয়াই-ফাই সাপোর্ট করবে এই ফোন। জিপিএস সাপোর্টিভও হবে এই ফোন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ইন্ডিয়া
খবর
জেলার
Advertisement