এক্সপ্লোর
Advertisement
ভারতীয় র্যাটস্নেক মেরে মাংস খাওয়া ও বিক্রির চেষ্টা! কেরলে গ্রেফতার অভিযুক্ত
ভারতীয় র্যাট স্নেককে মেরে তার মাংস খাওয়া ও বিক্রি করার অভিযোগ। কেরলের এলনাকুলাম থেকে গ্রেফতার অভিযুক্ত ভিজে বিজু।
কেরল: ভারতীয় র্যাট স্নেককে মেরে তার মাংস খাওয়া ও বিক্রি করার অভিযোগ। কেরলের এলনাকুলাম থেকে গ্রেফতার অভিযুক্ত ভিজে বিজু।
বন দফতর সূত্রে খবর, একটি ভারতীয় র্যাট স্নেককে বেআইনিভাবে ধরে বিজু। তারপর তাকে মেরে মাংস রান্না করে। বিজুর বাড়ি থেকে সেই রান্না করা মাংসও বাজেয়াপ্ত করেছে বন দফতরের আধিকারিকরা। অভিযোগ, বিজু পাইথনের মাংস বলে র্যাট স্নেকের মাংস বিক্রি করার চেষ্টা করছিল।
কোঠামঙ্গলম বনদফতরের আধিকারিক পিকে থাম্পি বলেন,' আমরা অভিযোগ পেয়েছিলাম যে বিজু পাইথন শিকার করেছে। সাধারণত পাইথনই মাংসের জন্য শিকার করা হয়। কিন্তু কিছু মানুষ যে কোনও সাপের মাংসই খায়।' নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক অফিসার জানান, ' অনেক সময় আমরা পাইথন শিকার ও তার মাংস বিক্রির খবর পাই। কিন্তু সঠিক প্রমাণের অভাবে অভিযুক্তকে গ্রেফতার করা যায় না। আবার কিছু সময় প্রমাণ পেলে আমরা গ্রেফতার করতে পারি। অনেকসময় রান্না করা মাংসও উদ্ধার করা গিয়েছে।' তিনি আরও বলেন, তাঁর চাকরি জীবনে কোনওদিন তিনি মাংসের জন্য র্যাট স্নেক শিকার করার ঘটনা দেখেননি।
৮ ফুট লম্বা র্যাট স্নেক বিষাক্ত না। সাধারণত মানুষের বসবাসের জায়গাতেই এই সাপকে দেখা যায়। প্রচলিত বিশ্বাস রয়েছে, এই সাপের মাংস বাতজাতীয় রোগের জন্য উপকারী।
বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, ১৯৭২ সালে পাস হওয়া আইন অনুযায়ী র্যাট স্নেক শিকার নিষিদ্ধ। সাপের চামড়া ও মৃতদেহের অংশ উদ্ধার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement