এক্সপ্লোর
বিজেপির রাজ্যশাখার সভাপতি: কর্নাটকে ইয়েদুরাপ্পা, উত্তরপ্রদেশে কেশব প্রসাদ, পঞ্জাবে সাম্পলা

নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে কর্নাটকের, ফুলপুরের সাংসদ কেশব প্রসাদ মৌর্যকে উত্তরপ্রদেশের এবং কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলাকে পঞ্জাবের শাখা সভাপতির পদে নিয়োগ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এছাড়াও বিধায়ক কে লক্ষ্মণকে তেলেঙ্গানার এবং সাংসদ তাপির গাওকে অরুণাচলপ্রদেশের শাখা প্রধান করেছে বিজেপি।
এর আগে কর্নাটকের বিজেপি শাখার প্রধান ছিলেন ভি যোশি। ইয়েদুরাপ্পাকে সেই জায়গায় নিয়ে আসার কারণ, দলের রাশ তিনি ভালো মত টেনে ধরতে পারবেন বলে মনে করছে বিজেপি। ২০১৮-এ ভোট কর্নাটকে। তার আগে দলকে মজবুত করতেই এই সিদ্ধান্ত।
আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। ভোটের কথা মাথায় রেখেই মৌর্যের মত এক সংখ্যালঘু সম্প্রদায়ের মুখকে শাখা ইউনিটের প্রধান করল বিজেপি। বহু বছর ধরে আরএসএস-এর সঙ্গেও যুক্ত মৌর্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























