এক্সপ্লোর
Advertisement
এইট পাশকে উচ্চ শিক্ষামন্ত্রী করেছেন কুমারস্বামী, বললেন, আমারই বা কতদূর পড়াশোনা, মুখ্যমন্ত্রী হয়েছি!
বেঙ্গালুরু: মাত্র ক্লাস এইট পর্যন্ত বিদ্যের দৌড়, এমনই একজনকে উচ্চ শিক্ষামন্ত্রী করেছেন কর্নাটকের জেডি (ইউ), কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী! গত ১২ মের কর্নাটক বিধানসভা নির্বাচনে মাইসুরুর চামুন্ডেশ্বরী কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে হারিয়ে দেন জি টি দেবগৌড়া নামে ওই মন্ত্রী। নিজে বেশি দূর পড়াশোনা করতে না পারায় হয়তো বিবেকের তাড়নায় তিনি উচ্চ শিক্ষা দপ্তর পেয়ে বিব্রত বোধ করছেন। সূত্রের খবর, তাঁর পছন্দ ছিল কয়েকটি শাঁসালো দপ্তর।
এ ব্যাপারে কুমারস্বামীর বক্তব্য, কিছু লোকের পছন্দের কোনও দপ্তর থাকতেই পারে। কিন্তু চাইলে সব দপ্তরেই দক্ষতার সঙ্গে কাজ করা যায়। আমাদের দক্ষতা দেখাতে হবে। উচ্চ শিক্ষা আর ক্ষুদ্র জলসেচের চেয়ে ভাল দপ্তর আর কী আছে? ওঁকে কি অর্থ দপ্তর দেব? কয়েকটি দপ্তরের চাহিদা থাকেই, কিছু কিছু সিদ্ধান্ত একেবারে দলের ভিতরেই নেওয়া হয়। প্রথমে মন্ত্রী হয়ে পরে কয়েকটা বিশেষ দপ্তর হাতে পাওয়ার বাসনা স্বাভাবিক ব্যাপার।
তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, তাঁকে কী করে উচ্চ শিক্ষার মতো দপ্তর দেওয়া হল, দেবগৌড়ার এই বক্তব্য সম্পর্কে কুমারস্বামী বলেছেন, আমিই বা কতদূর পড়াশোনা করেছি! আমি তো মুখ্যমন্ত্রী হয়েছি। ঘটনাচক্রে কুমারস্বামী স্নাতক স্তর পর্যন্ত পড়েছেন।
এর আগে রাজ্যবাসী নয়, কংগ্রেসের দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করে সমালোচিত হন তিনি। পরে অবশ্য সাফাই দেন, রাজ্যের মানুষকে অসম্মান করা উদ্দেশ্য ছিল না তাঁর। বলেন, আমি বলতে চেয়েছিলাম, কংগ্রেস যতদিন সমর্থন করবে, ততদিনই আমি সরকার চালাতে পারব। তাই যে কর্মসূচিই চালাব, সেজন্য কংগ্রেসের মুখাপেক্ষী থাকতে হবে আমাকে।
গতকাল রাতেই দপ্তর বন্টন করেন কুমারস্বামী। তবে জি টি দেবগৌড়া, সি এস পুট্টারাজুর দপ্তর পছন্দ হয়নি। অর্থ, শক্তি দপ্তর নিজের হাতে রেখেছেন কুমারস্বামী, স্বরাষ্ট্র দিয়েছেন কংগ্রেসের জি পরমেশ্বরকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement