এক্সপ্লোর
Advertisement
চিকুনগুনিয়া, ডেঙ্গির প্রকোপ, তখন কেন বিদেশে! শিশোদিয়াকে কালি
নয়াদিল্লি: মণীশ শিশোদিয়াকে কালি। সোমবার লেফটেন্যান্ট গভর্নরের দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গাড়িতে উঠতে যাবেন, ঠিক তখনই তাঁকে কালি ছোঁড়েন ব্রিজেশ শুক্ল নামে এক ব্যক্তি। দিল্লির উপমুখ্যমন্ত্রীর হাতে, কপালে কালির ছিটে লাগে। রাজধানী দিল্লি যখন ডেঙ্গি, চিকুনগুনিয়ার গ্রাসে, তখন তিনি কেন ফিনল্যান্ডে? এমন বিপর্যয়ের সময় তাঁর বিদেশে পড়ে থাকা মেনে নেওয়া যায় না, এমনটাই বক্তব্য উত্তর পূর্ব দিল্লির কারওয়াল নগরের বাসিন্দা শুক্লার। তাঁকে আটক করেছে পুলিশ।
শিশোদিয়া এই হামলার পিছনে ‘কংগ্রেস ও বিজেপির নোংরা রাজনীতি’ রয়েছে বলে মন্তব্য করেছেন।
শনিবারই তাঁকে দেশে ফিরতে বলেছিলেন লেফটেন্যান্ট জেনারেল নাজিব জঙ্গ। যদিও তাতে হেলদোল হয়নি শিশোদিয়ার। আগের সূচি মেনেই ফিনল্যান্ড থেকে গতকাল রাতে দিল্লি ফেরেন তিনি ।
শিশোদিয়ার দাবি, দিল্লি সরকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বহাল রাখায় দায়বদ্ধ। কিন্তু কংগ্রেস, বিজেপি কালির কারবার করছে। দিল্লিবাসীর সঙ্গে ওদের কোনও সম্পর্কই নেই। ওদের কাজই হল আমাদের উদ্যোগে বাধা দেওয়া। এটাই ওদের নোংরা রাজনীতি।
বিজেপি-শাসিত পুরসভাগুলি ‘শহরকে আবর্জনামুক্ত করে দেখাক’, চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি ক্ষমতায় থাকাকালে কংগ্রেস শহরের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ‘শেষ করে দিয়ে গিয়েছে’ বলেও অভিযোগ করেন। বলেন, আমাদের নজর উন্নয়নে। ওরা তা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার কৌশল নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement