এক্সপ্লোর
Advertisement
জ্বলছে মথুরা, নিজের সিনেমার শ্যুটের ছবি পোস্ট করে বিতর্কে সাংসদ হেমা মালিনী
নয়াদিল্লি: উচ্ছেদ অভিযান ঘিরে জ্বলছে মথুরা। মৃত্যু হয়েছে পুলিশের দুই পদস্থ আধিকারিক সহ ২৪ জনের। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী এই হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার বদলে, টুইটে নিজের সিনেমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই হেমা মালিনীকে ফোন করে ভর্ত্সনা করেন বিজেপির এক শীর্ষ নেতা। এরপরই টুইটার থেকে তড়িঘড়ি পোস্টগুলি সরিয়ে নেন হেমা।
প্রসঙ্গত, মথুরার ঘটনার কড়া নিন্দা করে যখন উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকারকে আক্রমণ করতে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার, তখনই হেমার এই ছবি পোস্ট। অভিনেত্রী তাঁর আসন্ন ছবির শ্যুটিংস্থল মাড আইল্যান্ড থেকে একাধিক ছবি টুইটারে পোস্ট করেন। এছাড়াও সেখানে অভিনেত্রীর এক নৌকা বিহারের ছবিও প্রকাশ্যে আসে।
সারা দেশ যখন মথুরার ঘটনার তীব্র নিন্দা করছেন, তখন হেমা মাড আইল্যান্ড যাওয়াটা এখন কতটা আরামের হয়েছে সেবিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর ছবি 'এক থি রানি' নিয়ে বিভিন্ন কথা বলেছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হেমা। ছবির শীঘ্র মুক্তি নিয়েও বিশেষ আশাবাদী তিনি।
এরপরই বিজেপি-র শীর্ষ নেতৃত্বের থেকে একাধিক ফোন আসে অভিনেত্রীর কাছে। তিনি বুঝতে পারেন, তিনি বড় একটা ভুল করে ফেলেছেন। তারপরই তিনি তাঁর ছবি সংক্রান্ত টুইটগুলো সরিয়ে নেন, এবং মথুরার ঘটনায় দুঃখপ্রকাশ করে একাধিক টুইট করেন।
I just came bk frm Mathura & got the news of the violence tht has taken place there in which policemen have lost their lives.
— Hema Malini (@dreamgirlhema) June 3, 2016
So so upset by ths news frm a place which is so dear to me Will go there again if my presence is required.My heart goes out to the bereaved — Hema Malini (@dreamgirlhema) June 3, 2016এরপর তিনি মথুরার ঘটনায় সিবিআই তদন্তেরও আর্জি তোলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তরপ্রদেশের মথুরা। পুলিশ-জবরদখলকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। পুলিশ সুপার ও এক পুলিশ আধিকারিক-সহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেফতার তিনশোরও বেশি। ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের রিপোর্ট তলব করেছে কেন্দ্র। এই সংক্রান্ত আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে মথুরা সংঘর্ষে মৃত বেড়ে অন্তত ২৪, আহত ৪০-এর বেশি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement