সরকারি বাংলোয় কাঁসিরামের নামে সৌধ, ৩৫ কোটির গোলাপী পাথরের বাংলোয় থাকবেন মায়াবতী!
লখনউ: সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু, সেই বাংলোকে তাঁর দল বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত কাঁসিরামের স্মরণে সৌধে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেইমতো, গতকালই ওই বাসভবনে শ্রী কাঁসিরামজি ইয়াদগার বিশ্রামস্থলের বোর্ড টাঙিয়ে দিয়েছে বিএসপি।
আগামীকাল, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যাচ্ছেন মায়াবতী। সূত্রের খবর, সেখান থেকে ফিরে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানেই স্থির হবে বাংলোর ভবিষ্যৎ।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার দরুন, ১৩ মল এভিনিউতে তাঁকে প্রাসাদোপম সরকারি বাংলো দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। কিন্তু, শীর্ষ আদালতের নির্দেশে তা এবার খালি করতে হচ্ছে। ফলে, ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়াবতীকে এই বাংলো ছাড়তে হচ্ছে। যদিও, বিকল্প বাসস্থানের ব্যবস্থা ঠিক করে নিয়েছেন বিএসপি সুপ্রিমো।
খবরে প্রকাশ, বর্তমান বাসভবনের ঠিক উল্টোদিকে একটি বাংলোয় স্থানান্তর করছেন তিনি। ৯ মল এভিনিউর ওই বাংলোটি বর্তমান বাংলোর থেকেও বড়। এক কথায়, কোনও মহলের থেকে কম নয়। শোনা গিয়েছে, ২০১০ সালে এই বাংলো কিনেছিলেন মায়াবতী। কারণ, ২০১২ সালে রাজ্যসভার সদস্য হওয়ার আগে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি সম্পত্তি হিসেবে এই নতুন বাংলোর উল্লেখ করেছিলেন।
সেই সময় বাংলোর দাম প্রায় ১৬ কোটি টাকা ছিল। বর্তমানে সেই দাম লাফিয়ে প্রায় ৩৫ কোটি টাকা হয়ে গিয়েছে। সূত্রের খবর, মায়াবতীর নতুন বাংলোটির আয়তন ৭১ হাজার ২৮২ বর্গফুট। ‘বহেনজি’-র প্রিয় গোলাপী পাথর দিয়ে তৈরি এই বাংলো। বাংলোর ঠিক মাঝে একটি গম্বুজ রয়েছে। তবে, উল্লেখজনকভাবে, এই বাংলোয় না কাঁসিরাম না অম্বেডকরের কোনও মূর্তি স্থান পেয়েছে। এখন ওই বাংলোয় সংস্কারের কাজ চলছে।