এক্সপ্লোর
বিশ্বাসযোগ্যতা বহাল রাখতে বাড়তি চেষ্টা চালাতে হবে মিডিয়াকে, বললেন মোদী

চেন্নাই: বিশ্বাসযোগ্যতা বহাল রাখতে, সঠিক সংবাদ প্রকাশ সুনিশ্চিত করার জন্য বাড়তি চেষ্টা চালাতে হবে মিডিয়াকে। সম্পাদকীয় স্বাধীনতাকে জনস্বার্থে কাজে লাগানো উচিত। সংবাদপত্রের স্বাধীনতা আছে বলে ভুল তথ্য পরিবেশন করা যায় না। এমনই অভিমত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম সারির তামিল দৈনিক দিনা তান্তির ৭৫-তম বর্ষপূর্তির অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী মিডিয়াকে শুধু রাজনীতিকদের নয়, সাধারণ মানুষের 'সাফল্যের কাহিনির' ওপর বেশি গুরুত্ব দেওয়ার আবেদনও করেন।
তিনি বলেন, লেখালেখি করার, কী লেখা উচিত, তা ঠিক করার স্বাধীনতা আছে বলে তথ্যগত ভাবে ভুল বা কম নির্ভূল খবর লেখা যায় না। কোনটা গুরুত্বপূর্ণ, কোন খবরটা প্রথম পৃষ্ঠায় জায়গা পাবে, কোনটার গুরুত্ব বেশি, কোনটা গুরুত্ব পাবে না, সেটা সম্পাদকরাই স্থির করেন। গুরুদায়িত্ব পালন করতে হয় তাঁদের।
মহাত্মা গাঁধীকে উদ্ধৃত করে তিনি বলেন, সংবাদপত্রকে চতুর্থ স্তম্ভ বলা হয়। নিঃসন্দেহে মিডিয়া একটি শক্তি, কিন্তু তা বলে ক্ষমতার অপব্যবহার অপরাধ। মিডিয়া ব্যক্তি মালিকানাধীন হতে পারে, কিন্তু তা জনস্বার্থ পালন করে। বিদ্বজনেরা বলেন, বলপ্রয়োগ নয়, শান্তির পথে সংস্কার ঘটানোর মাধ্যম মিডিয়া। অতএব নির্বাচিত সরকার বা বিচার বিভাগের মতোই সামাজিক দায়বদ্ধতা আছে তার।
মিডিয়ায় প্রযুক্তি 'বিরাট বদল' এনেছে বলে উল্লেখ করে মোদী স্মরণ করেন, এককালে গ্রামের ব্ল্যাকবোর্ডে হেডলাইন লেখা হত, যার 'বিরাট বিশ্বাসযোগ্যতা' ছিল। আজ আমাদের মিডিয়া গ্রামের সেই ব্ল্যাকবোর্ড থেকে অনলাইন বুলেটিন বোর্ডে পৌঁছে গিয়েছে। লোকে একাধিক সূত্রের মাধ্যমে খবর জেনে নিয়ে খতিয়ে দেখেন, আলোচনা, বিশ্লেষণ করে। সুতরাং মিডিয়াকে তার বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হলে বাড়তি চেষ্টা করতে হবে। ভরসাযোগ্য মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা গণতন্ত্রের পক্ষে শুভ ব্যাপার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























