এক্সপ্লোর
Advertisement
একে-৪৭ সহ সোপোরের নিখোঁজ এসপিও তাদের দলে, দাবি হিজবুলের
নয়াদিল্লি: কাশ্মীরের প্যাম্পোর থানা থেকে একে-৪৭ রাইফেল নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) উধাও হয়ে যাওয়া ঘিরে রহস্য। ইরফান আহমেদ দার নামে ওই পুলিশ অফিসার তাদের সংগঠনে যোগ দিয়েছেন বলে দাবি করল হিজবুল মুজাহিদিন। গতকাল সন্ধ্যা থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর।
আজ সকালে স্থানীয় সংবাদ সংস্থা কেএনএস-কে টেলি-বিবৃতি পাঠিয়ে হিজবুলের অপারেশন সংক্রান্ত মুখপাত্র বুরহানউদ্দিন দাবি করে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নেহামা কাকাপোরার বাসিন্দা এসপিও ইরফান আহমেদ দার, যিনি রাইফেল সহ পালিয়ে ছিলেন, হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন।
পাশাপাশি হিজবুলের ফিল্ড অপারেশনাল কমান্ডার মহম্মদ বিন কাসিম ওরফে ইয়াসিন হিট্টু জম্মু ও কাশ্মীর 'প্রতিরোধের লড়াইয়ে সামিল হয়ে তাকে চাঙ্গা করতে' পুলিশের সব কর্মীকে চাকরি ছেড়ে তাদের গোষ্ঠীতে যোগদানের ডাক দিয়েছে।
যদিও এসপিও-র যোগদান সম্পর্কে হিজবুলের দাবি কতটা সত্য, তা যাচাই করে দেখা সম্ভব হয়নি।
এদিকে পুলওয়ামা থেকে আসা আরেক রিপোর্টের দাবি, দুজন পিএসও-কে অপহরণের পর প্রচণ্ড মারধর করে ছেড়ে দিয়েছে জঙ্গিরা।
এর পাশাপাশি সোপোর থেকেই জয়েশ-ই-মহম্মদের হয়ে প্রকাশ্যে কাজ করা চারজন ধরা পড়েছে নিরাপত্তাবাহিনীর হাতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement