এক্সপ্লোর
Advertisement
এবার ডেপুটি ইঞ্জিনিয়ারের গায়ে কাদা ঢেলে বিতর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে কং বিধায়ক নীতেশ, এফআইআর দায়ের, হেফাজতে নিল পুলিশ
সিন্ধুদূর্গ জেলার কাঙ্কাভেলিতে এ ঘটনা ঘটেছে বলে খবর। কাঙ্কাকেলি নীতেশের বিধানসভা কেন্দ্র। এ ব্যাপারে নীতেশের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুম্বই: শীর্ষ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে, ইন্দোরের দলীয় বিধায়ক আকাশ বিজয়বর্গীয় পুরানো, জীর্ণ বাড়ি ভাঙতে যাওয়া পুরকর্তাকে ক্রিকেট ব্যাট দিয়ে মারায় অভিযুক্ত হওয়ার পর এবার কাঠগড়ায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে কংগ্রেস বিধায়ক নীতেশ রানে। আজ সকালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নাকি দেখা গিয়েছে, নীতেশ খানাখন্দে ভরা মু্ম্বই-গোয়া রানওয়ের বেহাল দশার প্রতিবাদ জানাতে ডেপুটি ইঞ্জিনিয়ারের গায়ে কাদা ঢেলে দিচ্ছেন! ইঞ্জিনিয়ার নিগ্রহের অভিযোগে তাঁকে হেপাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ।
Congress MLA Nitesh Rane: Now I will myself oversee the repair work on this highway, with a stick in my hand. Everyday at 7 am I will reach here. Let me see how does the Govt system win against us. We have the medicine to tackle their arrogance. https://t.co/QBPsx6B7kt
— ANI (@ANI) July 4, 2019
সিন্ধুদূর্গ জেলার কাঙ্কাভেলিতে এ ঘটনা ঘটেছে বলে খবর। কাঙ্কাকেলি নীতেশের বিধানসভা কেন্দ্র। এ ব্যাপারে নীতেশের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ খেড়েকর নামে ডেপুটি ইঞ্জিনিয়রের অভিযোগের ভিত্তিতে নীতেশ, তাঁর অনুগামীদের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় (সরকারি কর্মী নিগ্রহ, কর্তব্য পালনে বাধাদান) এফআইআর দায়ের হয়। সিন্ধুদূর্গের পুলিশ সুপার দীক্ষিত গেডাম বলেছেন, এই মামলায় ওঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীতেশ ও কাঙ্কাভেলি পুর নিগমের প্রেসিডেন্ট সমীর নালাওয়াড়ে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার ওই ডেপুটি ইঞ্জিনিয়ারকে একটি ব্রিজের রেলিংয়ে ঠেসে ধরে গায়ে, মাথায় বালতি-ভর্তি কাদা ঢেলে দিচ্ছেন। তাঁদের বলতে শোনা যাচ্ছে, রোজ স্থানীয় বাসিন্দাদের চলন্ত গাড়ির ছেটানো কাদা গায়ে মাখতে হয়। আজ আপনাকেও মাখতে হবে।
নারায়ণ রানে নিজের ছোট ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন। নারায়ণ এখন মহারাষ্ট্র স্বাভিমান পার্টির নেতা। তিনি বলেছেন, ছেলে সরকারি অফিসারের গায়ে কাদা ঢেলে দেওয়ার জন্য ক্ষমা চাইছি। তবে স্থানীয় জনসাধারণের হয়েই হাইওয়ের বেহাল দশার প্রতিবাদ করছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement