এক্সপ্লোর
Advertisement
খাবারের অত্যধিক দাম, পুণেতে মাল্টিপ্লেক্স কর্তাকে মারধর এমএনএস কর্মীদের
পুণে: সিনেমা হলের মধ্যে বিক্রি করা খাবারের অত্যধিক দাম নেওয়ায় পুণের একটি মাল্টিপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কর্মীদের বিরুদ্ধে। তাঁদের মধ্যে প্রাক্তন জনপ্রতিনিধি কিশোর শিণ্ডেও ছিলেন। চতুশরিঙ্গি থানায় অভিযোগ দায়ের করেছে ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পুণের সেনাপতি বাপত রোডের ওই মাল্টিপ্লেক্সে ব্যানার নিয়ে ঢুকে পড়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে চড় মারছেন এমএনএস কর্মীরা। চতুশরিঙ্গি থানার সিনিয়র ইন্সপেক্টর দয়ানন্দ ধোমে জানিয়েছেন, ‘মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শিণ্ডে ও এমএনএস-এর অন্যান্য কর্মীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।’
#WATCH Pune: Maharashtra Navnirman Sena(MNS) workers thrash a movie theatre manager during a protest over high prices of food items in the theatre. (28.6.18) (Note: Strong Language) pic.twitter.com/UEEBOYiuKz
— ANI (@ANI) June 29, 2018
এ বিষয়ে শিণ্ডের সাফাই, ‘একটি জনস্বার্থ মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চেয়েছে, মাল্টিপ্লেক্সগুলিতে খাবারের গলাকাটা দাম নেওয়া হলেও, সেটা কেন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? এই খবর পেয়ে আমরা কয়েকটি মাল্টিপ্লেক্সে গিয়ে খাবারের দাম কমাতে বলি। আমরা যখন সেনাপতি বাপত রোডে পিভিআর-এ যাই, তখন ওই মাল্টিপ্লেক্সের প্রতিনিধি আমাদের বলেন, তিনি মরাঠি পড়তে পারেন না। তাই হাইকোর্ট রাজ্য সরকারকে যে প্রশ্ন করেছে, সেই সংক্রান্ত খবর জানেন না। খাবারের অত্যধিক দাম নেওয়ার উপযুক্ত যুক্তি দেওয়ার বদলে তিনি উদ্ধতভাবে বলেন, যারা খাবারের দাম দিতে পারবে, তাদেরই সিনেমা দেখতে আসা উচিত। এ কথা শুনে আমাদের লোকজন মেজাজ হারিয়ে তাঁকে চড় মারে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement