এক্সপ্লোর
ইন্দোরের রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ, 'স্কার্ট ধরে টানাটানি' দুই দুষ্কৃতির, স্কুটি থেকে মাটিতে পড়ে জখম মডেল
ইন্দোর: এবার মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার এক মডেল। অভিযোগ, রবিবার শহরের ব্যস্ততম সড়কে তাঁর স্কার্ট ধরে টানাটানি শুরু করে দুই দুষ্কৃতী। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে ভারসাম্য হারিয়ে তিনি তাঁর স্কুটি থেকে মাটিতে পড়ে জখম হন। শহরের জনবহুল সড়কে এই ঘটনা ঘটলেও কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেননি বলেও দাবি করেছেন ওই তরুণী। একজন যিনি এগিয়ে এসেছিলেন, তিনি এই নিগ্রহের জন্য মডেল তরুণীর স্কার্টকেই দায়ী করেন ।
ওই মডেল সোশ্যাল মিডিয়ায় ব্লগ লিখে তাঁর নিগ্রহের ঘটনা তুলে ধরেছেন এবং তাঁর ক্ষতবিক্ষত পায়ের ছবিও পোস্ট করেছেন।
ওই মজেল লিখেছেন, 'ব্লগারদের একটি বৈঠক সেরে ফিরছিলাম। স্কার্ট পরেছিলাম। দুটো লোক আমার কাছে এসে স্কার্ট টানার চেষ্টা করল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব ঘটনা ঘটে যায়। আমি পড়ে যাই। ওদের বাধা দিতে কেউ এগিয়ে আসেননি'।
পুরো ঘটনায় তিনি হতচকিত, স্তম্ভিত বলে জানিয়েছেন ওই মডেল। তাঁর অভিযোগ, তাঁকে নিগ্রহর পর ওই দুটো লোক পালিয়ে যায়। ওদের বাইকের নম্বরও তিনি দেখে রাখতে পারেননি। এত অসহায় নিজেকে কোনওদিন লাগেনি বলেও মন্তব্য ওই তরুণীর।
তিনি আরও বলেছেন, পুরো ঘটনাটি ঘটেছে একটি জনপ্রিয় মলের সামনে। ফাঁকা রাস্তায় হলে কী হতে পারত, তা ভেবে আশঙ্কা প্রকাশ করেছেন ওই মডেল।
পরে তরুণী ঘটনাস্থলে ফিরে এসে পথচারীদের কাছে জানতে চান, তাঁরা কেউ ওই দুজনকে দেখেছেন কিনা। ওই এলাকায় কোনও সিসিটিভি নেই। তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন ওই মডেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement