এক্সপ্লোর
Advertisement
এবার বেনামি সম্পত্তির বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিয়ে কংগ্রেসকে কটাক্ষ মোদীর
সুন্দরনগর ও কাংড়া (হিমাচল প্রদেশ): সুন্দরনগরে বিধানসভা ভোটের প্রচারে জনসভায় 'বেনামি' সম্পত্তির বিরুদ্ধে অভিযানে নামার ইঙ্গিত দিয়ে দুর্নীতি ইস্যুতে কংগ্রেস নেতাদের বিঁধলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, গরিবের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এমন একটা পরিস্থিতি তৈরি করব যাতে ওরা বেনামি সম্পত্তির ওপর ফের দাবি করতে না পারেন।
কংগ্রেস ৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসাবে পালনের যে কর্মসূচি নিয়েছে, তাকে কটাক্ষ করেন, আসলে ওরা সেদিন কালো টাকা দিবস পালন করছে! বলেন, তাঁর অপরাধ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, আর সেজন্যই কংগ্রেস ৮ নভেম্বর তাঁর কুশপুতুল পোড়াবে। তবে মোমবাতি জ্বেলে কিছু লোককে তাতিয়ে বিরোধীরা তাঁকে থামাতে পারবেন না। তিনি এসব কৌশলে দমবার পাত্র নন, কারণ তিনি সর্দার পটেলের শিষ্য।
মোদী এও বলেন, আমি কংগ্রেস নেতাদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। কয়েকজন ৫০০ টাকার নোটের বস্তা হারিয়েছেন, কেউ বা হাজার টাকার। আর তার মধ্যেই মোদী বেনামি আইন নিয়ে এলেন। ওদের ভয় মোদী এবার ফল দেখাতে শুরু করবেন। ওদের ৫০০, ১০০০ টাকার নোটের মতো জমি, ফ্ল্যাট, বাড়ি দোকান, যা ওরা গোপন রেখেছিল, সেগুলিও এবার বাদ যাবে না। তাই ওরা এমন একটা হাওয়া তুলতে চাইছে যাতে মোদী বেনামি সম্পত্তির ব্যাপারে ঝড় তোলার আগে কালো টাকা দিবস পালন করে মানুষকে বিভ্রান্ত করা যায়।
মোদীর দাবি, এমন অনেক কংগ্রেস নেতা আছে যারা নিজেদের ড্রাইভার, রাঁধুনির নামে গাড়ি, বাড়ি কিনেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement