এক্সপ্লোর
Advertisement
কালো টাকা: স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্যায়, বললেন মোদী, কটাক্ষ রাহুলের
নয়াদিল্লি: কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ, স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্যায়। নোট বাতিলের পক্ষে ফের জোরাল সওয়াল প্রধানমন্ত্রীর।
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর ১১ দিন অতিক্রান্ত। মোদী সরকারের সিদ্ধান্তে তোলপাড় গোটা দেশ। ব্যাঙ্কে, এটিএমে গ্রাহকদের উপচে পড়া লাইন। সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বিরোধীদের একসুর। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই সংসদে ঝড়। দিকে দিকে কেন্দ্রের সমালোচনা। এতকিছুর পরও অবশ্য নিজের সিদ্ধান্তে অটল মোদী। বরং শনিবার মুম্বইয়ে এই পদক্ষেপের স্বপক্ষে ফের করলেন জোরাল সওয়াল।প্রধানমন্ত্রী বলেন, সীমান্তপার হোক বা কালো টাকা ভর্তি সিন্দুক- দেশজুড়ে জোরদার চলছে স্বচ্ছতা অভিযান।
যদিও মোদীকে আক্রমণের ঝাঁঝ এতটুকু কমাতে রাজি নয় বিরোধীরা। শুক্রবারই নোটকাণ্ডেকে ‘গুরুতর বিষয়’ বলে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে মোদী সরকারকে খোঁচা দিয়ে এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে রাহুল গাঁধী প্রশ্ন তোলেন, এবার কি সুপ্রিম কোর্টকেও দেশ বিরোধী বলবে কেন্দ্র?
ট্যুইট করেছেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও। তিনি লিখেছেন, মর্মান্তিক মোদীজি! সারা দেশ ভুগছে। রক্তাক্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে মানুষের। কিন্তু সংসদে কথা বলার সময় নেই আপনার। আপনি ব্যস্ত মুম্বইয়ের অনুষ্ঠানে!
বিরোধীদের এককাট্টা আক্রমণের জবাবে বসে নেই বিজেপিও। আগামী সপ্তাহের শুরুতেই সংসদ অধিবেশনে দলের রাজ্যসভার সব সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement