এক্সপ্লোর
Advertisement
হাসিনের শুধু টাকার লোভ, তোপ সামির কাকার
কলকাতা: ক্রিকেটার স্বামী মহম্মদ সামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান নিত্যদিন নতুন নতুন অভিযোগ আনছেন। এরই মধ্যে ভারতীয় দলের পেসারের কারা খুরশিদ আলম একহাত নিয়েছেন হাসিনকে। তাঁর অভিযোগ, অর্থ, সম্পত্তি নিজের নামে লিখিয়ে হাসিন হয়ত এতদিনে সামিকে ছেড়ে চলে যেতেন।
গত ৭ মার্চ সামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। নিজের ফেসবুক পেজে সামির হোয়াটস্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারের চ্যাট পোস্ট করেন। সামির বিরুদ্ধে ব্যাভিচার এবং তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ করেন হাসিন।
হাসিন অভিযোগ করেন, সামি এবং তাঁর ভাই ও মা তাঁকে খুনের চেষ্টা করেছিলেন। আলিশবা নামে এক পাক মহিলার সঙ্গে সামির সম্পর্ক রয়েছে দাবি করে হাসিন অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে সামি দুবাইয়ে আলিশবার সঙ্গে দেখা করেন।
যদিও সামি এ সব অভিযোগ অস্বীকার করেছেন। হাসিনের অভিযোগের ভিত্তিতে সামি ও তাঁর পরিবারের চার সদস্যর বিরুদ্ধে কলকাতার যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
এর আগে স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসার একটা চেষ্টা হয়েছিল। সামির পরিবারের সদস্যরা হাসিনের আইনজীবীর সঙ্গে দেখাও করেন। কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই বললেনই চলে।
পরিবারের এই সংকটের মুহূর্তে সামির পাশে দাঁড়ালেন তাঁর কাকা। তিনি অভিযোগ করেছেন, 'হাসিনের নজর টাকার দিকে। খুরশিদ আলম বলেছেন, ওর শুধু টাকার প্রতিই লোভ। প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার কেনাকাটা করত। আমরা হাসিনকে বলেছিলাম যে, ওর এবং ওর আইনজীবীর সঙ্গে বসে ব্যাপারটা মিটিয়ে নিই। কিন্তু ও চেয়েছিল যে, এই মুহূর্তেই ওর নামে সম্পত্তি কিনে দেওয়া হোক। সম্পত্তি পেলে ও হয়ত সামিকে ছেড়ে চলে যেত'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement