এক্সপ্লোর
Advertisement
সরকারি বাংলোয় থাকতে পারবেন উমা ভারতী সহ মধ্যপ্রদেশের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিবরাজ সিংহ চৌহানের সিদ্ধান্তে বিতর্ক
নয়াদিল্লি: নিজের ক্ষমতা প্রয়োগ করে মধ্যপ্রদেশের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কৈলাশ চন্দ্র জোশী ও বাবুলাল গৌরকে সরকারি বাংলোয় থাকার অনুমতি দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, বিজেপি-র তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় থাকা নিয়ে আপত্তি জানানো না হলেও, দিগ্বিজয় সিংহ সহ কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
Madhya Pradesh CM Shivraj Singh Chouhan allows 3 former CMs-Uma Bharti, Kailash Chandra Joshi & Babulal Gaur, to retain govt bungalows using his ‘discretionary powers’, after former CMs including Digvijaya Singh were asked to vacate their bungalows in compliance with an SC ruling pic.twitter.com/SSt9UQnlOh
— ANI (@ANI) July 28, 2018
কিছুদিন আগে জব্বলপুর হাইকোর্টে পেশ করা একটি আবেদনে অভিযোগ করা হয়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা বেআইনিভাবে সরকারি বাংলোয় বসবাস করছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দেয়, সরকারি বাংলোয় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন থাকতে দেওয়া অসাংবিধানিক। এক মাসের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলোগুলি খালি করাতে হবে।
হাইকোর্টের এই নির্দেশের পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের জন্য সরকারি বাংলো বরাদ্দ করার নির্দেশ বাতিল করে দেয় মধ্যপ্রদেশ সরকার। কৈলাশ, উমা, দিগ্বিজয় ও বাবুলালকে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করে দলের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি বাংলোয় থাকার অনুমতি দিলেন শিবরাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement