এক্সপ্লোর
Advertisement
বিজেপি-কংগ্রেস সহমত, ১২ ও তার কমবয়সি মেয়েকে ধর্ষণে দোষীর সাজা মৃত্যুদণ্ড, মধ্যপ্রদেশ বিধানসভায় বিল পাশ
ভোপাল: সর্বসম্মতিক্রমে মধ্যপ্রদেশ বিধানসভায় বিল পাশ হয়ে গেল যাতে ১২ বছর, তার কম বয়সি মেয়েকে ধর্ষণে দোষী সাব্যস্ত হলে সাজা হবে মৃত্যুদণ্ড। এর ফলে দেশের মধ্যে মধ্যপ্রদেশই হল প্রথম রাজ্য যেখানে ধর্ষণে দোষীকে ফাঁসিতে ঝোলানো হবে। সোমবার রাজ্যের আইন ও পরিষদীয় মন্ত্রী রামপাল সিংহ বিলটি বিধানসভায় পেশ করার পর তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, তারপর শাসক বিজেপি, বিরোধী কংগ্রেস সহ সব দলের সমর্থনে সেটি গৃহীত হয়। এবার বিলটি রাষ্ট্রপতির কাছে অনুমোদন চেয়ে পাঠানো হবে, সম্মতি মিললেই তা আইনে পরিণত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংহ। তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন মধ্যপ্রদেশের কাছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহের ইচ্ছানুসারে ১২ ও তার কমবয়সি মেয়েদের ধর্ষণের মতো অপরাধে দোষীদের মৃত্যুদণ্ড দিতে একটি বিল গৃহীত হয়েছে বিধানসভায়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (এ) ও ৩৭৬ (ডি,এ) অর্থাত ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত অনুচ্ছেদে দোষীর মৃত্যুদণ্ড হবে।
বিলটি স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজে এরকম অনেক লোক আছে যাদের একমাত্র ভয়ানক কঠোর সাজা দিয়েই সিধে করা সম্ভব। এই আইন ওদের মোকাবিলা করবে। পাশাপাশি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সমাজে সচেতনতাও বাড়ানোর চেষ্টা হবে।
মধ্যপ্রদেশের এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত লিখুন নীচের কমেন্টস বক্সে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement