এক্সপ্লোর
Advertisement
'বর্বরোচিত', যোগ্য জবাব দেবে সশস্ত্র বাহিনী, ঘোষণা জেটলির, ভারতীয় জওয়ানদের অঙ্গহানির অভিযোগ অস্বীকার পাকিস্তানের
নয়াদিল্লি: দুই ভারতীয় জওয়ানের অঙ্গহানির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন। এমন আচরণ নিন্দনীয়, অমানবিক, এধরনের 'বর্বরতা' যুদ্ধের সময়ও ঘটতে দেখা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
জেটলি বলেছেন, সেনা জওয়ানদের দেহের বিকৃতি ঘটানো চরম বর্বরোচিত আচরণ। এর কঠোর নিন্দা করছে ভারত সরকার। গোটা দেশ গভীর ভাবে ভরসা করে আমাদের সশস্ত্র বাহিনীকে, তারা এমন আচরণের যোগ্য জবাব দেবে।
সেনা জওয়ানদের আত্মবলিদান ব্যর্থ হবে না বলেও মন্তব্য করেন জেটলি।
অন্যদিকে ভারতীয় জওয়ানদের অঙ্গহানির অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাক সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর বিবৃতিতে বলা হয়েছে, ভারত অভিযোগ করেছে বটে, কিন্তু নিয়ন্ত্রণ রেখায় কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনই করেনি পাক সেনা। একইসঙ্গে জওয়ানদের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে ভারতের তোলা অভিযোগও মিথ্যা। পাক সেনা উচ্চ পেশাদার বাহিনী, তারা কখনই একজন সেনার অমর্যাদা করবে না।
এদিন পাক সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) নিয়্ন্ত্রণ রেখায় জম্মু ও কাশ্মীরের পুঞ্চের ২৫০ মিটার ভিতরে ঢুকে নিহত সেনার এক জেসিও এবং এক বিএসএফ জওয়ানের অঙ্গহানি করে। পুঞ্চের কৃষ্ণঘাটি এলাকায় বিএসএফের ফরোয়ার্ড পোস্টে পাক ভূখণ্ড থেকে চালানো রকেট ও মর্টার হামলায় প্রাণ হারান ওই দুজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement