এক্সপ্লোর
Advertisement
শপথের আগে দেখা করে আশীর্বাদ চাইলেন, মোদি বললেন, ওনার জ্ঞান, অন্তর্দৃষ্টির তুলনা হয় না, মিষ্টি খাইয়ে দিলেন প্রণব
মোদির এনডিএ সরকারের সিদ্ধান্তে প্রণববাবুকে দেশের সর্বোচ্চ অসামরিক ‘ভারতরত্ন’ খেতাব দিয়ে সম্মান জানানো হয়। গত বছর নাগপুরে আরএসএসের সদর দপ্তরের অনুষ্ঠানেও সংগঠনের প্রধান মোহন ভাগবতের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন প্রণববাবু, ভাষণও দিয়েছিলেন, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।
নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নেওয়ার আগে মঙ্গলবার প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীণ কংগ্রেসি নেতার আশীর্বাদ চান তিনি।
মোদির এনডিএ সরকারের সিদ্ধান্তে প্রণববাবুকে দেশের সর্বোচ্চ অসামরিক ‘ভারতরত্ন’ খেতাব দিয়ে সম্মান জানানো হয়। গত বছর নাগপুরে আরএসএসের সদর দপ্তরের অনুষ্ঠানেও সংগঠনের প্রধান মোহন ভাগবতের আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন প্রণববাবু, ভাষণও দিয়েছিলেন, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অতীতেও প্রণববাবুর ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে মোদি।
Meeting Pranab Da is always an enriching experience. His knowledge and insights are unparalleled. He is a statesman who has made an indelible contribution to our nation.
Sought his blessings during our meeting today. pic.twitter.com/dxFj6NPNd5
— Narendra Modi (@narendramodi) May 28, 2019
আজ মোদি তাঁকে বিদগ্ধ বলে সম্মান জানান, তাঁদের সাক্ষাতের ছবি সহ ট্যুইট করেন, প্রণবদার সঙ্গে দেখা করা সবসময়ই এমন এক অভিজ্ঞতা, যা সমৃদ্ধ করে। ওনার জ্ঞান, অন্তর্দৃষ্টির তুলনা হয় না। উনি এক বিদগ্ধ ব্যক্তিত্ব, আমাদের দেশের প্রতি যাঁর অবদান কখনও মুছে যাবে না। আজ আমাদের সাক্ষাতের সময় ওনার আশীর্বাদ চাইলাম।
নিজে হাতে মোদির মুখে মিষ্টি তুলে দেন প্রাক্তন রাষ্ট্রপতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement