‘জন গণ মন’ থামিয়ে ‘বন্দে মাতরম’, জাতীয় সঙ্গীতের ‘অবমাননা’ বিজেপি পরিচালিত ইন্দোর পুরসভায়
এই ধরণের ঘটনায়, যেখানে ইচ্ছাকৃত ভাবে রাষ্ট্রীয় সঙ্গীতকে থামিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দোষীর তিন বছরের কারাবাস হয়।
ইন্দোর: জাতীয় সঙ্গীতের অবমাননা বিতর্কে সরগরম বিজেপি পরিচালিত ইন্দোর পুরসভা। অভিযোগ, ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট অধিবেশনের সূচনাকালে রাষ্ট্রীয় সঙ্গীত থামিয়ে গাওয়া হল জাতীয় গান। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে, ইন্দোর পুরসভার মেয়র তথা বিজেপি বিধায়ক মালিনী গৌড়কেও।
বুধবার পুরসভায় অধিবেশন শুরু হওয়ার সময় সদস্যরা ‘জন গণ মন’ গাইছিলেন। হঠাৎ দেখা যায়, উপস্থিত সদস্যদের মধ্য কয়েকজন রাষ্ট্রীয় সঙ্গীত থামিয়ে ‘বন্দে মাতরম’ গাইতে শুরু করেন। এবং সেই গান গেয়েই অধিবেশন শুরু করেন তাঁরা। বিরোধীদের অভিযোগ, এই ঘটনায় রাষ্ট্রীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। যদিও ইন্দোর পুরসভার চেয়ারম্যান অজয় সিংহ নারুকার দাবি, “এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়নি। কোনও এক সদস্যের মুখ ফস্কে যাওয়াতেই এটা ঘটেছে। সুতরাং, এই ঘটনায় অকারণ বিতর্ক বাড়িয়ে লাভ নেই।” আরও একধাপ এগিয়ে তাঁর সাফাই, ইন্দোর পুরসভার বাজেট অধিবেশন সবসময়ই জাতীয় গান দিয়ে শুরু হয়ে এসেছে। এবং তা শেষ হয় রাষ্ট্রীয় সঙ্গীত দিয়ে।
প্রসঙ্গত, এই ধরণের ঘটনায়, যেখানে ইচ্ছাকৃত ভাবে রাষ্ট্রীয় সঙ্গীতকে থামিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দোষীর তিন বছরের কারাবাস হয়।