‘চ্যারিটেবল সংস্থার নথি দেখাতে পারেনি কর্তৃপক্ষ’, নেহরুর বাড়ি ‘আনন্দ ভবন’-এ ৪.৩৫ কোটি টাকার কর নোটিস পাঠাল এলাহাবাদ পুরসভা
৪ কোটি ৩৫ লাখ টাকার কর নোটিস ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাড়ি ‘আনন্দ ভবন’-এ পাঠিয়েছে এলাহাবাদ পুরসভা।
এলাহাবাদ: ১৯৯০ সাল পর্যন্ত ৬০০ টাকা করে কর দেওয়া হয়েছে। তারপর আর কোনও কর ‘আনন্দ ভবন’-এর তরফে পুরসভায় জমা করা হয়নি। এই ২৯ বছরের বকেয়া কর বাবদ ৪ কোটি ৩৫ লাখ টাকার নোটিস ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাড়ি ‘আনন্দ ভবন’-এ পাঠিয়েছে এলাহাবাদ পুরসভা।
মেয়র অভিলাশা গুপ্ত এই নোটিসের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, “আনন্দ ভবন-এ ৪ কোটি ৩৫ লাখ টাকার আবাস করের নোটিস পাঠানো হয়েছে। এই বাড়ি চ্যারিটেবল হিসেবে নথিভুক্ত থাকলেও প্রামাণ্য কোনও নথি কর্তৃপক্ষ দেখাতে পারেনি।” আরও একধাপ এগিয়ে মেয়রের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিনের অনুষ্ঠানে ‘আনন্দ ভবন’-এ ঢুকতে দর্শকদের ৫০ টাকা করে টিকিট কাটতে হয়েছে। সংগ্রহশালার জন্যও দর্শকদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, এই বাড়ি সরকারের অধীনে রয়েছে। এই বাড়ি হেরিটেজ হিসেবেও নাকি স্বীকৃত। এলাহাবাদ পুরসভার দাবি, যদি তাই হত তাহলে সরকারের এই বাড়ির ওপর নিয়ন্ত্রণ থাকার কথা। মেয়র অভিলাশা গুপ্তের আরও দাবি, ‘আনন্দ ভবন’ কর মুকুবেরও দাবি জানিয়েছে। তবে ঠিক কোন ভিত্তিতে কর্তৃপক্ষ এই দাবি করছে তার যথার্থ কারণও দর্শাতে পারেনি তারা।