এক্সপ্লোর
Advertisement
এফআইআর দায়ের হওয়ার আগেই জানুয়ারির প্রথম সপ্তাহে ভারত ছাড়েন নীরব, পরিবারের বাকিরাও, দেখা গিয়েছে সুইত্জারল্যান্ডে মোদীর সঙ্গে সিইও-দের ছবিতে
মুম্বই: ২৮০ কোটি টাকা জালিয়াতির ব্যাপারে ২৯ জানুয়ারি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) তরফে সিবিআই অভিযোগ পাওয়ার আগেই ১ জানুয়ারি ভারত ছাড়েন অভিযুক্ত নীরব মোদী। তাঁর ভাই বেলজিয়ামের নাগরিক নিশালও একই দিনে ভারত ছাড়েন বলে জানিয়েছেন সরকারি কর্তারা। স্ত্রী অ্যামি, যিনি মার্কিন নাগরিক এবং নীরবের বিজনেস পার্টনার, গীতাঞ্জলি জুয়েলারি চেইনের ভারতীয় প্রমোটার মেহুল চোকসি ভারত ছাড়েন ৬ জানুয়ারি। নীরবের ভাই, স্ত্রী ভারতীয় নাগরিক নন।
সিবিআই চারজনের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করে লুক আউট সার্কুলার জারি করে। অভিযুক্তের গতিবিধির ব্যাপারে দেশ ঢোকা, বেরনোর রাস্তাগুলির দায়িত্বে থাকা লোকজনকে সতর্ক করে দিতেই তা বের করে তদন্তকারী এজেন্সিগুলি।
নীরব এখন সুইত্জারল্যান্ডে আছেন বলে খবর। সূত্রের খবর, আজ প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেখানে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম উপলক্ষ্যে হাজির হওয়া বিভিন্ন কোম্পানির সিইও-দের ২৩ জানুয়ারি অর্থাত্ পিএনবি-র সিবিআইয়ে প্রথম অভিযোগ দায়ের হওয়ার ৬ দিন আগে তোলা গ্রুপ ছবি প্রকাশ করেছে। নীরব সেই ছবিতে রয়েছেন।
নীরবকে ২০১৩ থেকেই নামী, ধনী ভারতীয়দের তালিকায় নিয়মিত দেখা গিয়েছে। পিএনবি-কে ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগে নীরব, তাঁর স্ত্রী, ভাই, ব্যবসার শরিক চোকসিকে ৩১ জানুয়ারি অভিযুক্ত করে সিবিআই।
মঙ্গলবার পিএনবি সিবিআইয়ের কাছে আরও দুটি অভিযোগ পাঠায়, জানায় যে, ১১৪০০ কোটি টাকার বেশি জালিয়াতি হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement