এক্সপ্লোর
Advertisement
First Time: এই প্রথম, ইসলামিক স্টাডিসের সর্বভারতীয় পরীক্ষায় শীর্ষস্থানে অমুসলিম
অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদী জানান, অমুসলিম অনেক ছাত্র আগেও পেয়েছি। তবে সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন কোনও অমুসলিম, সেটা এই প্রথমবার।
শ্রীনগর: ইতিহাসে নাম তুললেন শুভম যাদব। প্রথম কোনও পড়ুয়া হিসেবে রাজস্থানের শুভম ইসলামিক স্টাডিজের সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। কাশ্মীরের সেন্ট্রাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিসের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় হয়েছে যে ফলাফল।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন আলওয়ারের বাসিন্দা শুভম। ইসলাম নিয়ে বেশিরভাগের মধ্যে যে দৃষ্টিভঙ্গি সেটা বদলের স্বপ্নই দেখেন শুভম। আগামী দুই বছরের জন্য কাশ্মীরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা নিয়ে ফেলা শুভম বলেছেন, ‘ইসলাম নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে লোকজনের। গোঁড়া একটা ধর্ম হিসেবে দেখা হয়। দুর্ভাগ্যবশত সমাজে এই ভুলধারণা ও তার জেরে ফাটলটা ক্রমাগত বেড়ে চলেছে। নিজেদের ধর্মের সঙ্গে অপরের ধর্মকেও একইরকম সম্মান করাটাও দরকার।’
স্নাতক স্তরে পড়ার সময় থেকে আরব বসন্ত সহ একাধিক ইস্যুতে ইসলাম নিয়ে পড়ার আগ্রহ তাঁর বাড়ে বলেই জানান ২১ বছরের শুভম। ২০১৫ সালে কাশ্মীরের বিশ্ববিদ্যালয়টি তাদের ইসলামিক স্টাডিজ বিভাগটি খোলে। সেখানকার অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদী জানান, অমুসলিম অনেক ছাত্র আগেও পেয়েছি। তবে সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন কোনও অমুসলিম, সেটা এই প্রথমবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement