এক্সপ্লোর
Advertisement
শীঘ্রই ২৫ মেগাপিক্সেল ক্যামেরার এফ ৭ ফোন নিয়ে আসতে চলেছে অপ্পো
নয়াদিল্লি: স্টাইলিশ হ্যান্ডসেটের জন্য পরিচিত কোম্পানি অপ্পো খুব শীঘ্রই তাদের আরও একটি নয়া ফোন অপ্পো এফ ৭ বাজারে আনতে চলেছে। আগামী ২৬ মার্চ মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করবে কোম্পানি, যে জন্য আমন্ত্রণ পত্র পাঠানোও হয়ে গিয়েছে।
সম্প্রতি অপ্পো তাদের আগামী ফোন নিয়ে একটি টিজার লঞ্চ করেছিল। সেখানে বলা হয়েছিল, এই ফোন ২৬ মার্চের মধ্যে বাজারে আসবে। কোম্পানি ফোনটির লঞ্চ নিয়ে একাধিক ট্যুইটও করেছিস। এগুলির মধ্যে একটি ট্যুইটে ফোন হাতে এক ক্রিকেটারকে ফোন হাতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা এফ ৭ আসছে। দেখুন তো, এই ক্রিকেটারকে চিনতে পারেন কিনা?
টিজার দেখে মনে করা হচ্ছে যে, এফ ৭ ফুল স্ক্রিন ডিসপ্লে ফোন, যাতে থাকবে আইফোন এক্সের মতো নোচ। এতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিউটিফিকেশন টেকনোলজি থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফিচারে সেলফি খুব ভালোভাবে তোলা যায়।Who is the third mystery Indian cricketer and get set for the amazingly new #OPPOF7, which now comes with a super full-screen that enables an immersive viewing experience! pic.twitter.com/cnHvfNVOVt
— OPPO Mobile India (@oppomobileindia) March 12, 2018
টিজারে আরও একটি বিশেষ বিষয় লক্ষ্য করা গিয়েছে। অপ্পো এফ ৭-এ নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন হার্দিক পান্ড্য। কোম্পানির পক্ষ থেকে ফোনটি লঞ্চের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই ফোনটির দাম ২৫ হাজার টাকার মতো হতে পারে বলে অনুমান। টিজারে যে ছবি দেখা গিয়েছে, সেই অনুসারে এই ফোন Oppo R15 -এর মতোই দেখতে। এতে থাকবে ৬.২ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, যার অ্যাসপেক্ট রেশিও হবে 19:9। এফ ৭-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে, এর ফ্রন্ট ক্যামেরা হবে ২৫ মেগাপিক্সেল। এফ ৭-এ থাকতে পারে স্ন্যাপড্রাগন 670 প্রোসেসর বা মিডিয়াটেক হ্যালিও পি চিপসেট। এই ফোনে ৪ জিবি ও ৬ জিবি র্যাম অপশনের সঙ্গে ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে বলে অনুমান।2/2 Make way for the brilliant and bold #OPPOF7 that is equipped with an awesome Super Full Screen for the ultimate viewing experience, that will leave you mesmerized! pic.twitter.com/IZOGSCLuUt
— OPPO Mobile India (@oppomobileindia) March 12, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement