এক্সপ্লোর
Advertisement
বাতিল নোটে ৯৬,৫০০ টাকা বদলাতে প্রধানমন্ত্রীকে চিঠি অনাথ ভাই-বোনের
কোটা: মায়ের রেখে যাওয়া পুরানো নোটে ৯৬,৫০০ টাকা বদলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হল দুই অনাথ ভাই-বোন। চলতি মাসের প্রথমে তাদের বাড়ি থেকে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোটে ওই টাকা উদ্ধার করে পুলিশ। কিন্তু বাতিল নোট বদলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই নোটগুলি বদলাতে অস্বীকার করে। অন্য কোনও উপায় না দেখে মোদীর দ্বারস্থ হয়েছে রাজস্থানের কোটার ওই দুই ভাই-বোন।
বাবা মারা গিয়েছিল আগেই। ২০১৩-তে তাদের দিনমজুর মা পূজা বানজারা খুন হন বলে অভিযোগ। ওই ঘটনার পর থেকে ১৬ বছরের ভাই ও ১২ বছরের বোন একটি অনাথ আশ্রমে থাকত। কোটার শিশু কল্যাণ কমিটি-র চেয়ারম্যান হরিশ গুরুবক্সানি জানিয়েছেন, কাউন্সেলিং চলাকালে ওই দুই ভাই-বোন আর কে পুরম এলাকা ও সারাওয়াড়া গ্রামে তাদের বাড়ি থাকার কথা জানায়। শিশু কল্যাণ কমিটির নির্দেশে চলতি মাসের গোড়ায় সারওয়াড়া গ্রামে তাদের বাড়িতে পুলিশ সমীক্ষা চালায়। ওই সময়ই একটি বাক্স থেকে বাতিল নোট সাড়ে ছিয়ানব্বই হাজার টাকা ও সামান্য কিছু গয়না উদ্ধার করা হয়। গুরুবক্সানি জানিয়েছেন, ওই টাকা বোনের নামে ফিক্সড ডিপোজিট করতে আগ্রহী ভাই।
কমিটির পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে বাতিল নোটগুলি বদলে দেওয়ার আর্জি জানানো হয়। কিন্ত রিজার্ভ ব্যাঙ্ক এ ব্যাপারে তাদের অক্ষমতার কথা জানিয়ে দেয়। এই অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে নোটগুলি বদলানোর বন্দোবস্ত করার কাতর আর্জি জানিয়েছে ভাই ও বোন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement