এক্সপ্লোর
Advertisement
মোদিজির নেতৃত্বে নতুন ভারত তার বাহিনীর শক্তিতে বিশ্বাস, ভরসা করে, সন্ত্রাসবাদ ও জাতীয় সুরক্ষার প্রশ্নে আপস করে না, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বায়ুসেনাকে অভিনন্দন পর্রীকরের
পানাজি: ভারতীয় বায়ুসেনাকে পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় অভিনন্দন মনোহর পর্রীকরের। বায়ুসেনার পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণে ৩৫০ সন্ত্রাসবাদী, তাদের ট্রেনাররা নিহত হয়েছে, এ খবরে সন্তোষ প্রকাশ করে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী পর্রীকর ট্যুইট করেছেন, সাহসী অভিযানের জন্য ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানাই। এটা ভারতীয় বায়ুসেনার অতুলনীয় আঘাত হানার ক্ষমতার সাক্ষ্য দেয়। শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে নতুন ভারত তার বাহিনীর শক্তিতে বিশ্বাস, ভরসা করে, সন্ত্রাসবাদ ও জাতীয় সুরক্ষার প্রশ্নে কোনও আপস করে না। ২০১৬-য় উরি সন্ত্রাসের জবাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল হামলার তদারকি করেছিলেন পর্রীকরই।
I salute the #IndianAirForce for its daring operations. It is a testimony to the IAF’s unparalleled strike capabilities. The new India under Shri. @narendramodi ji believes in its forces, & makes no compromise on terrorism & national security.
— Manohar Parrikar (@manoharparrikar) February 26, 2019
দীর্ঘদিন ধরে অসুখে ভুগতে থাকা পর্রীকর আজ বিকালে গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ট্যুইট করেন। গত শনিবার তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল প্যাংক্রিয়াসের চিকিত্সার জন্য। তাঁকে হাসপাতালে এসে পরীক্ষা করেন দিল্লির এইমস-এর ডাক্তারদের দল। গত এক বছর ধরে ভুগতে থাকা পর্রীকর আমেরিকায় গিয়ে চিকিত্সা করিয়েছেন, ভর্তি ছিলেন এইমস, মুম্বই, গোয়ার হাসপাতালেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement