এক্সপ্লোর
Advertisement
নাম না করে আমিরকে 'উদ্ধত' বললেন পর্রীকর
পুণে: নাম না করে আমিরকে 'উদ্ধত' বলে খোঁচা প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরের। দেশছাড়া নিয়ে আমিরের বক্তব্যের প্রেক্ষিতেই এ হেন মন্তব্য করেন পর্রীকর।
'সিয়াচেন' নিয়ে লেখা সাংবাদিক তথা লেখক নীতীন গোখলের একটি বইয়ের মারাঠি সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পর্রীকর। সেখানেই নাম না করে পর্রীকর বলেন, এক অভিনেতা বলেছেন, তাঁর স্ত্রী ভারত ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে চান। এধরনের বক্তব্য ঔদ্ধত্যেরই প্রকাশ। আমি যদি গরিবও হই, আমার বাড়ি যদি ছোট্ট হয়, তাও সেটিই আমার সবথেকে প্রিয় হওয়া উচিত। আমার স্বপ্ন থাকবে সেটাকে নিয়েই। সেই বাড়িটিকেই একদিন বাংলো-তে রূপদানের চেষ্টা করব।
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে অসহিষ্ণুতা প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করতে গিয়ে আমির বলেন, বেশ কিছু ঘটনার পর তাঁর স্ত্রীর মনে হয়েছে এ দেশ ছেড়ে তাঁদের অন্যত্র চলে যাওয়া উচিত। তিনি বলেন, স্ত্রী কিরণ রাও অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদেশে ছেলেকে নিয়ে থাকতে তিনি ভীত। এই মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বহু সমালোচনার সম্মুখীন হতে হয় আমিরকে।
এই ঘটনার প্রতিবাদে আমির যে অনলাইন শপিং সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন, সেই অ্যাপটি বহু মানুষ আনইনস্টল করে দেন। সেই প্রসঙ্গ এবং জেএনইউ প্রসঙ্গের কথা উল্লেখ করে পর্রীকর বলেন, যাঁরা দেশ-বিরোধী মন্তব্য করেন, তাঁদের দেশের মানুষের কাছ থেকেই শিক্ষা নেওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement