এক্সপ্লোর
পাকিস্তান, চিনের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, ১৯৫০-এই বলেছিলেন পটেল, বললেন পর্রীকর

পানাজি: চিন, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, ১৯৫০-এ ভবিষ্যদ্বানী করেছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই পটেল, আর এক দশক বাদেই সেই দুটি যুদ্ধ হয়েছিল। গতকাল লৌহমানব খ্যাতি পাওয়া সর্দার পটেলের জন্মদিন ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর মৃত্যুবার্ষিকী পালনের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।
প্রতিরক্ষামন্ত্রী থাকার সময় পটেল সম্পর্কে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়ে পর্রীকর বলেন, জওহরলাল নেহরুকে লেখা ওনার চিঠিগুলির একটা পড়েছিলাম। তার বিষয়বস্তু ছিল উত্তর সীমান্তে আমাদের শক্র বা প্রতিদ্বন্দ্বীরা। উনি এতটাই সঠিক, নির্ভূল ছিলেন যে, ১৯৬৫ সালে কী হবে অর্থাত ভারত-পাক সংঘাত, চিনের সঙ্গে যুদ্ধের কথা ১৯৫০-এই আগাম বলেছিলেন সর্দার পটেল, এমনকী সাম্প্রতিক ডোকালাম বিবাদের কথাও ছিল সেই চিঠিতে। পর্রীকর কাশ্মীরের প্রসঙ্গ টেনেও বলেন, পটেলের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়নি। কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কারণ সেটাই।
প্রতিরক্ষামন্ত্রী থাকার সময় পটেল সম্পর্কে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়ে পর্রীকর বলেন, জওহরলাল নেহরুকে লেখা ওনার চিঠিগুলির একটা পড়েছিলাম। তার বিষয়বস্তু ছিল উত্তর সীমান্তে আমাদের শক্র বা প্রতিদ্বন্দ্বীরা। উনি এতটাই সঠিক, নির্ভূল ছিলেন যে, ১৯৬৫ সালে কী হবে অর্থাত ভারত-পাক সংঘাত, চিনের সঙ্গে যুদ্ধের কথা ১৯৫০-এই আগাম বলেছিলেন সর্দার পটেল, এমনকী সাম্প্রতিক ডোকালাম বিবাদের কথাও ছিল সেই চিঠিতে। পর্রীকর কাশ্মীরের প্রসঙ্গ টেনেও বলেন, পটেলের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়নি। কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কারণ সেটাই। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















