এক্সপ্লোর
Advertisement
এ বছরের শেষেই এনএসজি সদস্য হতে পারে ভারত, বলল আমেরিকা
ওয়াশিংটন: পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ভারতের সামনে একটি পথ খোলা আছে। এ বছরের শেষেই সেই পথ ধরে এনএসজি সদস্য হতে পারে ভারত। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন এ কথা। সিওলে এনএসজি-র প্লেনারি মিটিংয়ে চিনের বাধায় ভারতের সদস্যপদ নিয়ে কোনও আলোচনা হতে না পারলেও ওয়াশিংটনের এই নয়া সংকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে বলে কূটনীতিকরা মনে করছেন।
নাম গোপন রাখার শর্তে ওবামা প্রশাসনের ওই কর্তা মন্তব্য করেছেন, এ বছরের শেষেই ওই দরজা খুলে যাবে বলে তাঁরা আত্মবিশ্বাসী। এখনও তার ওপর কিছু ঘষামাজা প্রয়োজন। তবে ভারত বছরের শেষের আগেই এনএসজি-র পূর্ণ সময়ের সদস্য হতে পারবে বলে ওয়াশিংটন আশা করছে।
৪৮ সদস্যের এনএসজি-তে ভারতের সদস্যপদ নিয়ে ঠিক কী ধরনের আলোচনা ও বিরোধিতা হয়েছে, তা বিশদে জানাননি ওই মার্কিন আধিকারিক। আন্তর্জাতিক স্তরের আলোচনার বিশদ বিবরণ গোপন রাখা উচিত বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, আমেরিকা বিশ্বাস করে, ভারতের এনএসজি সদস্যপদ পাওয়া উচিত, ওবামা প্রশাসন এ ব্যাপারে নয়াদিল্লি ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
সিওলে প্লেনারি মিটিংয়ে চিন ভেটো দেওয়ায় এনএসজি সদস্যপদ পায়নি ভারত। যদিও ৪৮টি সদস্য দেশের মধ্যে ৩৮টিই ভারতের সদস্যপদ সমর্থন করেছে বলে ভারতীয় আধিকারিকরা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement