এক্সপ্লোর
Advertisement
বান্ধবীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাঝখানে আত্মহত্যা করলেন পটনার এই যুবক
পটনা: বান্ধবীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে কথা বলছিলেন। তারই মাঝে আচমকা পিস্তল বার করে নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপে দিলেন আকাশ কুমার নামে বছর উনিশের তরুণ। পটনায় গতকাল এই ঘটনা ঘটেছে।
বেউর পুলিশ স্টেশন এলাকায় সাইচকে নিজের বাড়িতে আকাশ এই কাণ্ড ঘটিয়েছেন।
গত বছর আকাশ ইন্টারমিডিয়েট পরীক্ষায় অকৃতকার্য হন। তারপর থেকে প্রেমের সম্পর্ক কেটে বেরিয়ে আসার জন্য তাঁর ওপর বাড়ির চাপ ছিল। রাত তিনটে নাগাদ আকাশ তাঁর বাড়িতে একাই ছিলেন। নবম শ্রেণির ছাত্রী বান্ধবীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন তিনি। লাইভ ভিডিওর মাঝখানে তিনি একটি সেমি অটোমেটিক দেশি পিস্তল বার করেন। মেয়েটি তা দেখে তাঁকে বলেন, পিস্তল সরাতে, ম্যাগাজিন বার করে নিতে।
কিন্তু তা শোনেননি আকাশ। মোবাইল ফোন পায়ের কম্বলের ওপর রেখে বিছানায় শুয়ে পড়েন। সেই অবস্থাতেই মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার টিপে দেন। ভিডিও কলে আকাশের কথা আচমকা বন্ধ হয়ে যেতে তাঁর এক আত্মীয়কে ফোন করেন তাঁর বান্ধবী। ভোর পাঁচটা নাগাদ সেই আত্মীয় কোনওভাবে বাড়ির ছাদ দিয়ে আকাশের বাড়িতে ঢোকেন। পরিস্থিতি দেখে খবর দেন পুলিশে।
আকাশের ঘর থেকে একটি ৯ এমএম পিস্তল, লোডেড ম্যাগাজিন, পেলেট ও সেলফোন উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, আকাশের বাবা তাঁর প্রেমের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন, এ জন্য ছেলেকে বকাবকিও করেন তিনি। আকাশ বিষয়টি বান্ধবীকে জানিয়ে বলেন, ভিডিও কলে লাইভ আসতে, তিনি তাঁকে শেষবারের মত দেখতে চান। এরপরেই কথা বলতে বলতে আত্মহত্যা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement