এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক সাধনার ফল, তিনি গৌতম বুদ্ধের মত, বললেন পরেশ রাওয়াল
রাজকোট: গুজরাত নরেন্দ্র মোদীর রাজ্য। জাতপাতের ভিত্তিতে এখানে ভোট হওয়া পাপ, নৈতিক অপরাধ। বললেন বিজেপি সাংসদ-অভিনেতা পরেশ রাওয়াল। জনতার কাছে তাঁর প্রশ্ন, তাঁরা কী চান, সন্তান নরেন্দ্র মোদীর মত হোক না রাহুল গাঁধীর মত।
পরেশ বলেছেন, মোদীর মত মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বহু সাধ্যসাধনার পরে এমন মানুষ মেলে। এমন কর্মদক্ষ মানুষ অবতার ছাড়া কিছু নন, রাজনীতি এঁদের সৃষ্টি করতে পারে না। যে মানুষ নিজের পরিবার, সমস্ত কিছু পিছনে ফেলে গৌতম বুদ্ধের মত চলে যান, নিজেকে দেশসেবায় মগ্ন করেন, তাঁর রাজ্যের মানুষ হয়ে যদি আজ আমরা জাতপাতের ভিত্তিতে ভোট দিই, তবে আমরা অকৃতজ্ঞ হিসেবে চিহ্নিত হব। এটা পাপ হবে, নৈতিক অবক্ষয় হবে। আমরা তা করতে পারি না। আমরা সর্দার প্যাটেল, মহাত্মা গাঁধীর রাজ্যের মানুষ। বলেছেন ওএমজি-র অভিনেতা।
গতকাল রাজকোটে একদল ভোটারের সঙ্গে মোদীর মন কে বাত, চায় কে সাথ শুনতে শুনতে পরেশ আরও বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, নিজের গৃহদেবতাকে স্মরণ করুন, বাবা মার মুখ মনে করুন। মনে করুন শিক্ষকরা কী শিখিয়েছেন আপনাদের। বুকে হাত দিয়ে নিজের কাছে সততার সঙ্গে জানতে চান, ছেলেকে রাহুল গাঁধী করে তুলতে চান না নরেন্দ্র মোদী। যা জবাব পাবেন ভোট দিন সেইমত।
বিজেপি সাংসদের আরও অভিযোগ, রাহুল এখন তাঁর ডুবে যাওয়া রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে পাতিদার নেতা হার্দিক প্যাটেল, ওবিসি নেতা আল্পেশ ঠাকোর ও দলিত নেতা জিগ্নেশ মেভানির ভরসায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement